মুঘল সম্রাট আকবর সম্বন্ধীয় জিকে প্রশ্ন ও উত্তর
171. মুঘল আমলে কাবুল ও কান্দাহার দিয়ে ভারতে প্রবেশের জন্য যে “প্রবেশ কর”-দিতে হত,তার নাম কি?
(A) খামস্
(B) জাকাত
(C) জিহাত
(D) সাহির-জিহাত
172. সম্রাট আকবরের প্রথম বিবাহিত স্ত্রীর নাম কি ছিল?
(A) জানবাঈ
(B) যোধাবাঈ
(C) রুকাইয়া সুলতান বেগম
(D) জহরবাঈ
173. “ফতেপুর সিক্রিকে “মহান প্রানের প্রতিবিম্ব”-বলেন কে?
(A) আব্দুল কাদের বদাউনি
(B) ফিরিস্তা
(C) পার্সিভ্যাল স্পিয়ার
(D) ফার্গুসন
174. আকবরের আমলে তৈরি “নল-দময়ন্তী”, “কালিয়া-দমন, “জাফর-নামা”-ইত্যাদি কোন শিল্পের নিদর্শন?
(A) ভাস্কর্য শিল্পের
(B) স্থাপত্য শিল্পের
(C) চিত্র শিল্পের
(D) সাহিত্যের
175. সম্রাটের নিজস্ব খাস জমিকে কি বলা হত?
(A) তনখা জায়গীর
(B) খালিসা জমি
(C) ইকতা
(D) জায়গীর
176. আকবর কত সালে আংশিকভাবে “জিজিয়া করের”-পুনঃপ্রবর্তন করেন?
(A) 1563 খ্রিস্টাব্দে
(B) 1575 খ্রিস্টাব্দে
(C) 1580 খ্রিস্টাব্দে
(D) 1601 খ্রিস্টাব্দে
177. নিন্মের কোনটি “Palace of Forty Pillars”- বলে পরিচিত?
(A) ফতেপুর সিক্রি
(B) এলাহাবাদ দুর্গ
(C) দেওয়ান-ই-আম
(D) আগ্রা দুর্গ
178. মোল্লা দাউদের রচিত “তারিখ-ই-আলফি”-থেকে কার শাসন ব্যবস্থা সম্পর্কে জানা যায়?
(A) আকবরের
(B) শেরশাহের
(C) হুমায়ুনের
(D) শাহজাহানের
179. আকবর প্রতিষ্ঠিত নিন্মলিখিত কোন স্থাপত্যটি বৌদ্ধ স্থাপত্যের অনুপ্রেরণায় তৈরি?
(A) পঞ্চমহল (ফতেপুর সিক্রিতে)
(B) আকবরের সমাধি (সিকেন্দ্রায়)
(C) ইবাদৎখান (ফতেপুর সিক্রিতে)
(D) A এবং B উভয়ই
180. মুঘল আমলে কোন স্থান জরির কাজের জন্য বিখ্যাত ছিল?
(A) কানপুর
(B) ফৈজাবাদ
(C) গাজিয়াবাদ
(D) এলাহাবাদ