মুঘল সম্রাট আকবর সম্বন্ধীয় জিকে প্রশ্ন ও উত্তর
161. আকবরের সমসাময়িক শিখ সাধক কে ছিলেন?
(A) গুরু গোবিন্দ সিংহ
(B) রামদাস
(C) অমর দাস
(D) B এবং C দুটোই
162. কোন শব্দ থেকে “গাল্লাবক্স”- শব্দটি এসেছে?
(A) আরবী শব্দ থেকে
(B) উর্দু শব্দ থেকে
(C) ফার্সী শব্দ থেকে
(D) মৈথিলা শব্দ থেকে
163. মুঘল প্রশাসনে জনসাধারণের মধ্যে ধর্ম ও নৈতিকতা প্রচার করতেন-
(A) আমিল বা ক্রোরি
(B) সদর-উস-সুদূর
(C) মুহতাসিব
(D) দেওয়ান-ই-আশরাফ
164. বাংলার কালা পাহাড়ের প্রকৃত নাম কি ছিল?
(A) কালাচাঁদ রায়
(B) সুলেমান কররানি
(C) সিঁধু
(D) কালিচরণ রায়
165. “ভগবত পুরান”-কে ফার্সী ভাষায় অনুবাদ করেন কে?
(A) বীরবল
(B) টোডরমল
(C) আকবর
(C) মুরাদ
166. কাশির বিশ্বনাথ মন্দিরকে মেরামত করে পুনরায় তৈরি করেন টোডরমল।কত সালে?
(A) 1574 সালে
(B) 1581 সালে
(C) 1584 সালে
(D) 1585 সালে
167. রামতনু পান্ডের আসল নাম “তানসেন”।এই তানসেন নামটি কে দিয়েছিলেন?
(A) হরিদাস গোস্বামী
(B) রাজা মানসিংহ
(C) মোল্লা দো পেঁয়াজা
(D) ভগবান দাস
168. “মির্জা রাজা”-বলা হত কাকে?
(A) মানসিংহকে
(B) রানাপ্রতাপ সিংহকে
(C) বিহারীমলকে
(D) বীরবলকে
169. আকবর কাকে “ফরজন্দ্” বা “পুত্র”-উপাধিতে ভূষিত করেন?
(A) মানসিংহকে
(B) ভগবান দাসকে
(C) বিহারীমলকে
(D) উদয় সিংহকে
170. “হিন্দুস্থানের মুকুটহীন বাদশাহ”-কাকে বলা হয়?
(A) বীরবলকে
(B) মানসিংহকে
(C) উদয় সিংহকে
(D) বৈরাম খাঁকে