মুঘল সম্রাট আকবর সম্বন্ধীয় জিকে প্রশ্ন ও উত্তর

161. আকবরের সমসাময়িক শিখ সাধক কে ছিলেন?
(A) গুরু গোবিন্দ সিংহ
(B) রামদাস
(C) অমর দাস
(D) B এবং C দুটোই

Ans- (D) B এবং C দুটোই

162. কোন শব্দ থেকে “গাল্লাবক্স”- শব্দটি এসেছে?
(A) আরবী শব্দ থেকে
(B) উর্দু শব্দ থেকে
(C) ফার্সী শব্দ থেকে
(D) মৈথিলা শব্দ থেকে
Ans- (C) ফার্সী শব্দ থেকে

163. মুঘল প্রশাসনে জনসাধারণের মধ্যে ধর্ম ও নৈতিকতা প্রচার করতেন-
(A) আমিল বা ক্রোরি
(B) সদর-উস-সুদূর
(C) মুহতাসিব
(D) দেওয়ান-ই-আশরাফ
Ans- (C) মুহতাসিব

164. বাংলার কালা পাহাড়ের প্রকৃত নাম কি ছিল?
(A) কালাচাঁদ রায়
(B) সুলেমান কররানি
(C) সিঁধু
(D) কালিচরণ রায়
Ans- (A) কালাচাঁদ রায়

165. “ভগবত পুরান”-কে ফার্সী ভাষায় অনুবাদ করেন কে?
(A) বীরবল
(B) টোডরমল
(C) আকবর
(C) মুরাদ
Ans- (B) টোডরমল

166. কাশির বিশ্বনাথ মন্দিরকে মেরামত করে পুনরায় তৈরি করেন টোডরমল।কত সালে?
(A) 1574 সালে
(B) 1581 সালে
(C) 1584 সালে
(D) 1585 সালে
Ans- (D) 1585 সালে

167. রামতনু পান্ডের আসল নাম “তানসেন”।এই তানসেন নামটি কে দিয়েছিলেন?
(A) হরিদাস গোস্বামী
(B) রাজা মানসিংহ
(C) মোল্লা দো পেঁয়াজা
(D) ভগবান দাস
Ans- (B) রাজা মানসিংহ
(মানসিংহ ছিলেন রাজপুতনার অন্যতম নেতা অম্বররাজ বিহারীমলের পৌত্র,ভগবান দাসের দত্তক পুত্র।তিনি মুঘল দরবারে উচ্চপদ অর্থাৎ মনসবদার বা সুবার শাসক নিযুক্ত হন।হলদিঘাটের যুদ্ধে (1576 খ্রিস্টাব্দের 18 ই জুন) তিনি আকবরের প্রধান সেনাপতি হিসাবে প্রতাপ সিংহকে পরাজিত করেন।মুঘল সাম্রাজ্যের বিস্তার ও সুদৃঢ়করণে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল।
* রাজা মানসিংহের পুরোনাম ছিল রাজা মানসিংহ তোমর।মানসিংহকে “মির্জা রাজা’ও বলা হত।
* তানসেন কে অনেকে রামরতন পান্ডে আবার কেউ তন্না মিশ্র আবার কেউ রাম পাঁড়ে বলে ডাকতেন।তাঁর এই নাম নিয়ে বহু বিতর্ক থাকলেও তিনি ইতিহাসে তানসেন নামেই প্রসিদ্ধ।
* তবে তানসেন হিন্দু ধর্মাবলম্বী হিসেবে জন্মগ্রহণ করলেও তার মৃত্যু হয়েছিল একজন নিষ্ঠাবান মুসলিম হিসেবে)।

168. “মির্জা রাজা”-বলা হত কাকে?
(A) মানসিংহকে
(B) রানাপ্রতাপ সিংহকে
(C) বিহারীমলকে
(D) বীরবলকে
Ans- (A) মানসিংহকে

169. আকবর কাকে “ফরজন্দ্” বা “পুত্র”-উপাধিতে ভূষিত করেন?
(A) মানসিংহকে
(B) ভগবান দাসকে
(C) বিহারীমলকে
(D) উদয় সিংহকে
Ans- (A) মানসিংহকে

170. “হিন্দুস্থানের মুকুটহীন বাদশাহ”-কাকে বলা হয়?
(A) বীরবলকে
(B) মানসিংহকে
(C) উদয় সিংহকে
(D) বৈরাম খাঁকে
Ans- (D) বৈরাম খাঁকে
(আকবর বৈরাম খাঁকে খান বাবা বলে সম্বোধন করতেন)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.