মুঘল সম্রাট আকবর সম্বন্ধীয় জিকে প্রশ্ন ও উত্তর

151. আকবরের আমলে ঘটনাগুলি পর্যায়ক্রমে সাজাও –
(i) কাশ্মীর জয়
(ii) তীর্থকর বিলুপ্ত
(iii) হলদিঘাটের যুদ্ধ
(iv) ইবাদৎখানা
(A) (ii),(iv),(iii),(i)
(B) (i),(ii),(iii),(iv)
(C) (iv),(ii),(i),(iii)
(D) (ii),(iii),(iv),(i)

Ans- (A) (ii),(iv),(iii),(i)
(তীর্থকর বিলুপ্ত হয় 1563 সালে।
* ইবাদৎখানা চালু হয় 1575 সালে
* হলদিঘাটের যুদ্ধ 1576 সালের 18 ই জুন।
* কাশ্মীর জয় 1586 সালে)।

152. সংস্কারক হিসেবে আকবর কার কাছে ঋণী ছিলেন?
(A) টোডরমলের কাছে
(B) বৈরাম খাঁর কাছে
(C) পররাষ্ট্র সচিব বীরবলের কাছে
(D) শেরশাহের কাছে
Ans- (D) শেরশাহের কাছে

153. বৈরাম খাঁকে আকবর কোন পদে নিযুক্ত করেছিলেন?
(A) ভকিল পদে
(B) মীরবক্সী পদে
(C) মীরসামাম পদে
(D) দেওয়ান-ই-কাজী পদে
Ans- (B) মীরবক্সী পদে

154. যেসব মনসদারদের নগদে বেতন দেওয়া হতো তাদের কি বলা হত?
(A) ওয়াতন জায়গীর
(B) দু-আসপা
(C) মনসবদার-ই-নগদী
(D) শি-আসপা
Ans- (C) মনসবদার-ই-নগদী

155. নিন্মলিখিত কে আকবরের রাজসভার সংগীতকার কে ছিলেন না?
(A) তানসেন
(B) দসওয়ন্ত
(C) বৈজু বাওরা
(D) বাবা হরিদাস
Ans- (B) দসওয়ন্ত
(দসওয়ন্ত ছিলেন আকবরের আমলের চিত্রকর।আর একজন চিত্রকর ছিলেন মুকুন্দ)।

156. আকবরের শাসনকালে সবচেয়ে দক্ষ ফরাসী লেখক কে ছিলেন?
(A) আবুল ফজল
(B) ফৈজি
(C) বদাউনি
(D) শেখ মুবারক
Ans- (A) আবুল ফজল

157. উত্তর-পশ্চিম সীমান্তের কোন এলাকা দখলকে আকবর গুরুত্বপূর্ণ বলে মনে করতেন?
(A) কাবুল
(B) বাদাখশান
(C) কান্দাহার
(D) বালুচিস্থান
Ans- (C) কান্দাহার

158. আকবর তাঁর সাম্রাজ্যের সুদৃঢ়করণ করেছিলেন-
(A) জিজিয়া কর বাতিল করার মাধ্যমে
(B) উদারনীতি ও প্রগতিশীলতার মাধ্যমে
(C) ধর্মীয় সহনশীলতার মাধ্যমে
(D) রাজপুতদের প্রতি উদারনীতি গ্রহণ করার মাধ্যমে
Ans- (B) উদারনীতি ও প্রগতিশীলতার মাধ্যমে

159. ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কোন ঘটনাকে আকবরের অহংবোধের উদাহরণ বলেছেন?
(A) ‘দীন-ই-ইলাহী’ প্রবর্তন
(B) মাজহারনামা প্রবর্তন
(C) ইবাদৎখানা প্রবর্তন
(D) গন্ডোয়ানা আক্রমণ
Ans- (A) ‘দীন-ই-ইলাহী’ প্রবর্তন

160. কোন রাজপুত শাসক প্রথম আকবরের কাছে বিনাযুদ্ধে বশ্যতা স্বীকার করেন?
(A) চিতোরের রানা উদয়সিংহ
(B) অম্বররাজ বা আজমিরের রাজা বিহারীমল
(C) গন্ডোয়ানার রানী দুর্গাবতী
(D) মেবারের রানা প্রতাপ সিংহ
Ans- (B) অম্বররাজ বা আজমিরের রাজা বিহারীমল
(এই বিহারীমলের কন্যা মানাবাঈকে আকবর বিয়ে করেন)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.