মুঘল সম্রাট আকবর সম্বন্ধীয় জিকে প্রশ্ন ও উত্তর
141. কোন মধ্যযুগীয় লেখকের লেখায় আমেরিকা আবিস্কারের প্রসঙ্গ পাওয়া যায়?
(A) আমির খসরুর লেখায়
(B) বদাউনির লেখায়
(C) আবুল ফজলের লেখায়
(D) মালিক মহম্মদ জয়সীর লেখায়
142. নিন্মলিখিত কোনটি বেঠিক-
(A) টোডরমল আকবরের আমলে দেওয়ান-ই-আসরফ পদে নিযুক্ত হন
(B) তিনি জাবতি ব্যবস্থা প্রবর্তন করেন
(C) হলদিঘাটের যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন
(D) টোডরমল জাতিতে ছিলেন রাজপুত
143. আবুল ফজল মুঘল দরবারে আসেন কবে?
(A) 1574 খ্রিস্টাব্দে
(B) 1577 খ্রিস্টাব্দে
(C) 1580 খ্রিস্টাব্দে
(D) 1582 খ্রিস্টাব্দে
144. “মিরাত-উল-কায়ানত”- কাব্যগ্রন্থের লেখক কে?
(A) আবুল ফজল
(B) মির্জা হায়দার
(C) ঘিজালি
(D) শেখ মুবারক
145. রাজা মানসিংহ একজন বীরযোদ্ধা হওয়া সত্ত্বেও অন্য যে ক্ষেত্রে প্রসিদ্ধ ছিলেন-
(A) চিত্রশিল্পে
(B) নৃত্যশিল্পে
(C) সংগীতশিল্পে
(D) সাহিত্যে
146. নিন্মলিখিত কোন মুঘল শাসক নিরক্ষর ছিলেন?
(A) হুমায়ুন
(B) আকবর
(C) শাহজাহান
(D) জাহাঙ্গীর
147. নিন্মলিখিত কোন গ্রন্থটি থেকে মুঘল আমলের কৃষি ব্যবস্থার পরিচয় পাওয়া যায়?
(A) আইন-ই-আকবরী থেকে
(B) তারিখ-ই-ফেরিস্থা থেকে
(C) মুন্তাখাব-উল-লুবাব
(D) তারিখ-ই-ফিরোজশাহী থেকে
148. একমাত্র কোন হিন্দু “দীন-ই-ইলাহী” ধর্মমত গ্রহণ করেন?
(A) ভগবান দাস
(D) রামদাস
(C) বীরবল
(D) মানসিংহ
149. জাবত ব্যাবস্থায় ‘জাবত”-কথার অর্থ কি?
(A) রাজস্ব
(B) জরিমানা
(C) জরিপ
(D) দাসত্ব
150. 1561 বৈরাম খাঁ কোথায় যাত্রাকালে নিহত হন?
(A) আরবে
(B) আগ্রায়
(C) কাবুলে
(D) মক্কায়