মুঘল সম্রাট আকবর সম্বন্ধীয় জিকে প্রশ্ন ও উত্তর
131. “দীন-ই-ইলাহী”-সম্পর্কে নিন্মের কোন বক্তব্যটি বা বক্তব্যগুলি সঠিক?
(i) “দীন-ই-ইলাহীর”-ওপর নাম তৌহিদ-ই-ইলাহী।
(ii) বদাউনি “দীন-ই-ইলাহীকে” একটি নতুন ধর্মমত বলে উল্লেখ করেছেন।
(iii) “দীন-ই-ইলাহী”তে সম্রাটের কাছে অনুগামীদের জীবন-সম্পত্তি-সম্মান ও ধর্ম সমর্পণের অঙ্গীকার করা হত।
(iv) আকবরের “দীন-ই-ইলাহী”-প্রবর্তনকে চরম নির্বুদ্ধিতার বহিঃপ্রকাশ বলেছেন আবুল ফজল।
(A) (i) এবং (iii)
(B) (i),(ii) এবং (iii)
(C) (ii) এবং (iv)
(D) (ii),(iii)এবং (iv)
132. আকবরের ধর্মনীতির প্রেক্ষিতে নিন্মের কার প্রভাব গুরুত্বপূর্ণ ছিল?
(A) মাতা হামিদা বাণুর ও ফৈজির
(B) শেখ মুবারক ও আবুল ফজলের
(C) সুফি সাধকগনের
(D) উপরের সব গুলিই
133. দীন-ই-ইলাহী”-কে নতুন ধর্ম বলে উল্লেখ করেছেন কে?
(A) আব্দুল কাদের বদাউনি
(B) অ্যাডাম স্মিথ
(C) ভিনসেন্ট স্মিথ
(D) এল. শ্রীবাস্ত
134. আকবরের গন্ডোয়ানা জয় ছিল-
(A) নগ্ন সাম্রাজ্যেবাদের নিদর্শন
(B) সাম্রাজ্যের সংহতি সাধনের নিদর্শন
(C) ধর্মীয় সহিষ্ণুতার নিদর্শন
(D) উপরের কোনোটিই নয়
135. 1564 খ্রিস্টাব্দে কোন যুদ্ধে মুঘলদের হাতে দুর্গাবতী বাহিনীর চূড়ান্ত পরাজয় হয়?
(A) কনৌজের যুদ্ধে
(B) হলদিয়াঘাটের যুদ্ধে
(C) নররাই-এর যুদ্ধে
(D) গন্ডোয়ানার যুদ্ধে
136. রানী দুর্গাবতী নিন্মের কোন রাজবংশের রাজকন্যা ছিলেন?
(A) চন্দ্র রাজবংশের
(B) চান্দেল্লা রাজবংশের
(C) সূর্য রাজবংশের
(D) শূরী রাজবংশের
137. কোন গন্ডোয়ানার শাসকের সাথে রানী দুর্গাবতীর বিবাহ হয়েছিল?
(A) বীরনারায়ণ সাথে
(B) দলপত শাহের সাথে
(C) চন্দ্রশাহের সাথে
(D) দিলীর শাহের সাথে
138. “দীন-ই-ইলাহী”-তে “দীন”-শব্দটির অর্থ কি?
(A) ধ্যান
(B) জ্ঞান
(C) বিশ্বাস
(D) ধর্মবিশ্বাস
139. “দীন-ই-ইলাহী”-কে “সর্বেশ্বরবাদী”- বলে উল্লেখ করেছেন কে?
(A) ভন নোয়ার
(B) পার্শিভ্যাল স্পিয়ার
(C) এল.শ্রীবাস্ত
(D) আবুল ফজল
140. নিন্মলিখিত কোনটি আকবর নির্মাণ করেছিলেন-
(A) দৌলতাবাদ
(B) আগ্রাফোর্ট
(C) দিন পনাহ শহর
(D) লালকেল্লা