মুঘল সম্রাট আকবর সম্বন্ধীয় জিকে প্রশ্ন ও উত্তর

111. মুঘল শাসনকালে শহরের প্রধানকে কি বলা হত?
(A) কোতোয়াল
(B) মুকাদ্দম
(C) মুন্সিফ
(D) শিকদার

Ans- (A) কোতোয়াল

112. আবুল ফজল সম্পর্কে সত্য নয়-
(A) তিনি মুঘল দরবারে আসেন 1574 খ্রিস্টাব্দে।
(B) মারা যান 1602 খ্রিস্টাব্দে।
(C) জাহাঙ্গীরের প্রিয়ভাজন ছিলেন।
(D) তিনি আকবরের গুনগ্রাহী ছিলেন।
Ans- (C) জাহাঙ্গীরের প্রিয়ভাজন ছিলেন।

113. তানসেনের প্রকৃত নাম ছিল রামতনু পান্ডে।ইনার বাড়ি কোথায় ছিল?
(A) আজমিরে
(B) গোয়ালিয়োরে
(C) বাখড়্গঞ্জে
(D) নয়ডাতে
Ans- (B) গোয়ালিয়োরে
(ইনি আকবরের রাজসভায় বিখ্যাত সংগীতজ্ঞ ছিলেন)।

114. বিবৃতি (A) : আকবরের রাজসভায় বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তাঁর লেখায় দাসেদের মূল্য বা দাস বাজার কোনটারই উল্লেখ করেননি।
ব্যাখ্যা: (R) : আকবর তাঁর সাম্রাজ্যে দাস ব্যবস্থা নিষিদ্ধ করেন।
(A) শুধুমাত্র A ঠিক
(B) শুধুমাত্র R ঠিক
(C) A ও R উভয়ই সঠিক এবং A এর সঠিক ব্যাখ্যা R
(D) A ও R উভয়ই সঠিক,কিন্তু A এর সঠিক ব্যাখ্যা R নয়।
Ans- (A) শুধুমাত্র A ঠিক

115. আবুল ফজল কত খ্রিস্টাব্দে জন্ম গ্রহন করেন?
(A) 1543 খ্রিস্টাব্দে
(B) 1551 খ্রিস্টাব্দে
(C) 1549 খ্রিস্টাব্দে
(D) 1533 খ্রিস্টাব্দে
Ans- (B) 1551 খ্রিস্টাব্দে
(তিনি মুঘল দরবারে আসেন 1574 খ্রিস্টাব্দে।* 1602 খ্রিস্টাব্দে বীরসিংহ বুন্দেলা তাকে হত্যা করেন(1551 – 1602)।

116. মুঘল যুগে ফৌজদার কোন অঞ্চলের ভারপ্রাপ্ত ছিল?
(A) প্রদশের
(B) গ্রামের
(C) পরগনার
(D) সরকারের
Ans- (D) সরকারের

117. নিন্মলিখিত কোন শাসক ইরান ও তুরানের মধ্যে সংযোগ সাধন করেন?
(A) হুমায়ুন
(B) আকবর
(C) তৈমুর লং
(D) বাবর
Ans- (C) তৈমুর লং

118. 1585 – 1587 খ্রিস্টাব্দে রানাপ্রতাপ কর্তৃক দুঙ্গারপুরের কাছে স্থাপিত রাজধানীর নাম কি ছিল?
(A) কুম্ভলগড়
(B) মান্তু
(C) চাবন্দ
(D) দুঙ্গার
Ans- (C) চাবন্দ

119. কাঁথিয়াবারে কোন জৈন সন্ত আকবরের রাজসভায় দু-বছর ছিলেন?
(A) বিজয়সেন সুরি
(B) হরিবিজয় সুরি
(C) হরিরাম সূরী
(D) বিজয় মিত্র সুরি
Ans- (B) হরিবিজয় সুরি
হরিবিজয় সুরি ছিলেন ইবাদৎখানায় জৈন ধর্মের ব্যাখ্যাকার।জৈন ধর্মের আরেকজন ব্যাখ্যাকার হলেন বিজয়সেন সুরি)।

120. কোন দুই পর্তুগিজ আকবরের রাজসভায় প্রায় তিন বছর থেকেছিলেন?
(A) জুলিয়াস ও অগাস্টাস
(B) মার্কপলো ও ভাস্কদাগামা
(C) অ্যাকোয়াভিভা ও মনসারেট
(D) মীরসৈয়দ আলি ও আবদুস সামাদ
Ans- (C) অ্যাকোয়াভিভা ও মনসারেট।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.