মুঘল সম্রাট আকবর সম্বন্ধীয় জিকে প্রশ্ন ও উত্তর

101. 1580 খ্রিস্টাব্দে আকবর তাঁর সাম্রাজ্যবাদকে কয়টি ভাগে বিভক্ত করেন?
(A) 10 টি
(B) 12 টি
(C) 15 টি
(D) 17 টি

Ans- (B) 12 টি

102. আকবরের “সুল-ই-কুল”- নীতির মূল বক্তব্য ছিল-
(A) সর্বধর্ম সমন্বয়
(B) হিন্দুদের তাৎছিল্যের চোখে দেখা
(C) মুসলিমদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান
(D) সকল ধর্মের মানুষের একই কর প্রদান
Ans- (A) সর্বধর্ম সমন্বয়

103. “আল্লাহ-হো-আকবর”- শব্দটির আক্ষরিক অর্থ কি?
(A) ঈশ্বর মহান
(B) ঈশ্বর এক
(C) কেবলমাত্র একজনই সৃষ্টিকর্তা
(D) ঈশ্বরই শেষ কথা
Ans- (A) ঈশ্বর মহান

104. মুঘল শাসনকালে বাদশাহ ও প্রশাসনের মধ্যে প্রধান সংযোগ রক্ষা করতেন-
(A) মীরবক্সী
(B) মুন্সি
(C) মনসবদার
(D) উজির
Ans- (D) উজির

105. আকবর যে অঞ্চল থেকে 1566 – 1598 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে উত্তর-পশ্চিম সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেন-
(A) লাহোর
(B) আগ্রা
(C) কাবুল
(D) কান্দাহার
Ans- (A) লাহোর
(1558 – 1598 সাল পর্যন্ত আকবর বাস্তব প্রয়োজনে আগ্রা-লাহোর-ফতেপুর সিক্রি এই তিনটি কেন্দ্র বা রাজধানী থেকে তার শাসন পরিচালনা করতেন)।

106. নিন্মের কোন জোড়টি সঠিক নয়-
(A) বৈরাম খাঁর পতন 1560 খ্রিস্টাব্দে
(B) গন্ডোয়ানা জয় 1564 খ্রিস্টাব্দে
(C) রনথম্বরের পতন 1570 খ্রিস্টাব্দে
(D) হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে
Ans- (C) রনথম্বরের পতন 1570 খ্রিস্টাব্দে
(রনথম্বরের পতন হয় 1568 – 1569 খ্রিস্টাব্দে আকবর ও ভগবান দাসের নেতৃত্বে)।

107. আবুল ফজলের রচনা(‘আইন-ই-আকবরী’- অনুসারে আকবরের রাজসভায় কতজন সংগীতকার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন?
(A) 16 জন
(B) 36 জন
(C) 18 জন
(D) 20 জন
Ans- (B) 36 জন

108. সম্রাট আকবরের সময় সুবা বা প্রদেশের সংখ্যা ছিল-
(A) 15 টি
(B) 21 টি
(C) 23 টি
(D) 19 টি
Ans- (A) 15 টি

109. যুবরাজ সেলিম (জাহাঙ্গীর)-এর নির্দেশে আবুল ফজলকে হত্যা করেন কে?
(A) বীরবল (মহেশ দাস)
(B) বীর সিংহ বুন্দেলা
(C) নিশার খান
(D) ভগবান দাস
Ans- (B) বীর সিংহ বুন্দেলা
(1602 খ্রিস্টাব্দে আবুল ফজলকে হত্যা করা হয়)।

110. বিবৃতি :- (A): “তৌহিদ-ই-ইলাহী” ও “সুল-ই-কুল”-নীতি আকবরের বিশ্বজনীন দৃষ্টিভঙ্গী ও সর্বেশ্বরবাদী চিন্তাধারার বিকাশ ঘটায়।
ব্যাখ্যা :- (B) : মাজহারনামার মাধ্যমে তিনি আধ্যাত্মিক ও পার্থিব দুই স্তরেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।
(A) A ও R উভয়ই সঠিক এবং A-এর সঠিক ব্যাখ্যা R
(B) A ও R উভয়ই সঠিক, কিন্তু A-এর সঠিক ব্যাখ্যা R নয়।
(C) শুধুমাত্র A সঠিক
(D) R ঠিক A ভুল
Ans- (A) A ও R উভয়ই সঠিক এবং A-এর সঠিক ব্যাখ্যা R
(আকবরের “দীন-ই-ইলাহী” ধর্মমতকে “তৌহিদ-ই-ইলাহী” বলেন তাঁর সমালোচক ঐতিহাসিক আব্দুল কাদের বদাউনি)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.