মুঘল সম্রাট আকবর সম্বন্ধীয় জিকে প্রশ্ন ও উত্তর

91. নিন্মলিখিত কোন গ্রন্থে 1576 খ্রিস্টাব্দের 18 ই জুন সংঘটিত হলদিঘাটের যুদ্ধের কথা উল্লেখিত হয়েছে?
(A) আবুল ফজলের “আইন-ই-আকবরী”
(B) বডাউনির রচিত “মুন্তাখাব-উল-তোয়ারিখ”
(C) গুলবদন বেগমের “হুমায়ুননামা”
(D) নিজামুদ্দিন আহমেদ রচিত “তবাকৎ-ই-আকবরী”

Ans- (B) বডাউনির রচিত “মুন্তাখাব-উল-তোয়ারিখ”
(পুরোনাম আব্দুল কাদের বদাউনি।* ইনি ছিলেন আকবরের সমালোচক ঐতিহাসিক)।

92. জাবতি ব্যবস্থায় সবথেকে বেশি অনুর্বর জমিকে বলা হয়-
(A) পারউতি বা পরৌতি
(B) বানজার বা বাঞ্জর
(C) পোলাজ
(D) চাচর
Ans- (B) বানজার বা বাঞ্জর
(কৃষিকাজের অনুপযুক্ত জমিকে বানজার বা বাঞ্জর বলা হয়।
* জাবতি ব্যবস্থায় সবচেয়ে উর্বর জমিকে বলা হত পোলাজ (যে জমিতে সারাবছর চাষ হয়)।* এই ব্যবস্থা চালু করেন আকবরের ভূমি রাজস্বমন্ত্রী টোডরমল 1582 খ্রিস্টাব্দে)।

93. কাকে আকবর “জগৎগুরু”-উপাধিতে ভূষিত করেন?
(A) পারসিক দস্তুর মহারাজা রানা
(B) খ্রিস্টান ফাদার জেরম জেভিয়ার
(C) ব্রাম্মন দার্শনিক পুরুষোত্তম ও দেবী
(D) জৈন সন্ন্যাসী হরিবিজয়সুরী
Ans- (D) জৈন সন্ন্যাসী হরিবিজয়সুরী
(ইনি ছিলেন ইবাদৎখানায় জৈন ধর্মের ব্যাখ্যাকার।* ইবাদৎখানায় আর একজন জৈন ধর্মের ব্যাখ্যাকার হলেন বিজয়সেনসুরী)।

94. মুঘল যুগে প্রাদেশিক দেওয়ানদের নির্বাচন করতেন-
(A) “দেওয়ান-ই-আলা” বা আশরফ
(B) মীরবক্সী
(C) সম্রাট
(D) সুবাদার
Ans- (A) “দেওয়ান-ই-আলা” বা আশরফ।

95. মুঘল যুগে প্রদেশের নাগরিক ও সামরিক প্রশাসনের প্রধানকে বলা হত-
(A) মীরবক্সী
(B) দেওয়ান
(C) নাজিম
(D) ফৌজদার
Ans- (C) নাজিম

96. উড়িষ্যাতে আফগান শক্তির বিনাশ করেন কে?
(A) টোডরমল
(B) মানসিংহ
(C) আসফ খান
(D) শাহকুলি খান
Ans- (B) মানসিংহ
(মুঘল সম্রাট আকবরের হিন্দু সেনাপতি মানসিংহ 1590 খ্রিস্টাব্দে উড়িষ্যা আক্রমণ করেন এবং 1592 খ্রিস্টাব্দে উড়িষ্যার আফগান শাসক নিশার খানকে পরাস্ত করে উড়িষ্যা দখল করেন)।

97. 1594 – 1595 খ্রিস্টাব্দে মনসব পদ দু-ভাগে বিভক্ত হয়ে যায়।এগুলি কি কি?
(A) জাট ও সওয়ার
(B) নকস্ ও গাল্লাবক্স
(C) বাটাই ও জাবতি
(D) B এবং C ঠিক কিন্তু A ভুল
Ans- (A) জাট ও সওয়ার

98. আকবর মাত্র 13 বছর 4 মাস বয়সে সিংহাসনে আরোহণ করেন।কোথায়?
(A) কান্দাহারে
(B) কালানৌর বা কালানূরে
(C) গুজরাটে
(D) কাবুলে
Ans- (B) কালানৌর বা কালানূরে
(1556 খ্রিস্টাব্দের 26 শে জানুয়ারি পিতা হুমায়ুনের মৃত্যুর সময় আকবর কালানৌর বা কালানূরে ছিলেন)।

99. নিন্মলিখিত কোনটি সঠিক নয়-
(A) আবুল ফজলকে বীর সিংহ বুন্দেলা হত্যা করেন।
(B) আবুল ফজল আকবরের সমালোচক ছিলেন।
(C) আবুল ফজলকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সেলিম
(D) আকবর আবুল ফজলের হত্যাকাণ্ডে সেলিম(জাহাঙ্গীর) এর উপর ক্ষুদ্ধ হয়েছিলেন।
Ans-(B) আবুল ফজল আকবরের সমালোচক ছিলেন।(আকবরের সমালোচক ছিলেন- আব্দুল কাদের বদাউনি। * আবুল ফজলকে হত্যা করা হয় 1602 খ্রিস্টাব্দে যুবরাজ সেলিমের নির্দেশে বীর সিংহ বুন্দেলা)।

100. মীরবক্সী ছিলেন-
(A) রাজস্ব বিভাগের প্রধান
(B) নৌ বাহিনীর প্রধান
(C) সামরিক বিভাগের প্রধান
(D) গুপ্তচর বিভাগের প্রধান
Ans- (C) সামরিক বিভাগের প্রধান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.