মুঘল সম্রাট আকবর সম্বন্ধীয় জিকে প্রশ্ন ও উত্তর
91. নিন্মলিখিত কোন গ্রন্থে 1576 খ্রিস্টাব্দের 18 ই জুন সংঘটিত হলদিঘাটের যুদ্ধের কথা উল্লেখিত হয়েছে?
(A) আবুল ফজলের “আইন-ই-আকবরী”
(B) বডাউনির রচিত “মুন্তাখাব-উল-তোয়ারিখ”
(C) গুলবদন বেগমের “হুমায়ুননামা”
(D) নিজামুদ্দিন আহমেদ রচিত “তবাকৎ-ই-আকবরী”
92. জাবতি ব্যবস্থায় সবথেকে বেশি অনুর্বর জমিকে বলা হয়-
(A) পারউতি বা পরৌতি
(B) বানজার বা বাঞ্জর
(C) পোলাজ
(D) চাচর
93. কাকে আকবর “জগৎগুরু”-উপাধিতে ভূষিত করেন?
(A) পারসিক দস্তুর মহারাজা রানা
(B) খ্রিস্টান ফাদার জেরম জেভিয়ার
(C) ব্রাম্মন দার্শনিক পুরুষোত্তম ও দেবী
(D) জৈন সন্ন্যাসী হরিবিজয়সুরী
94. মুঘল যুগে প্রাদেশিক দেওয়ানদের নির্বাচন করতেন-
(A) “দেওয়ান-ই-আলা” বা আশরফ
(B) মীরবক্সী
(C) সম্রাট
(D) সুবাদার
95. মুঘল যুগে প্রদেশের নাগরিক ও সামরিক প্রশাসনের প্রধানকে বলা হত-
(A) মীরবক্সী
(B) দেওয়ান
(C) নাজিম
(D) ফৌজদার
96. উড়িষ্যাতে আফগান শক্তির বিনাশ করেন কে?
(A) টোডরমল
(B) মানসিংহ
(C) আসফ খান
(D) শাহকুলি খান
97. 1594 – 1595 খ্রিস্টাব্দে মনসব পদ দু-ভাগে বিভক্ত হয়ে যায়।এগুলি কি কি?
(A) জাট ও সওয়ার
(B) নকস্ ও গাল্লাবক্স
(C) বাটাই ও জাবতি
(D) B এবং C ঠিক কিন্তু A ভুল
98. আকবর মাত্র 13 বছর 4 মাস বয়সে সিংহাসনে আরোহণ করেন।কোথায়?
(A) কান্দাহারে
(B) কালানৌর বা কালানূরে
(C) গুজরাটে
(D) কাবুলে
99. নিন্মলিখিত কোনটি সঠিক নয়-
(A) আবুল ফজলকে বীর সিংহ বুন্দেলা হত্যা করেন।
(B) আবুল ফজল আকবরের সমালোচক ছিলেন।
(C) আবুল ফজলকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সেলিম
(D) আকবর আবুল ফজলের হত্যাকাণ্ডে সেলিম(জাহাঙ্গীর) এর উপর ক্ষুদ্ধ হয়েছিলেন।
100. মীরবক্সী ছিলেন-
(A) রাজস্ব বিভাগের প্রধান
(B) নৌ বাহিনীর প্রধান
(C) সামরিক বিভাগের প্রধান
(D) গুপ্তচর বিভাগের প্রধান