Top 350 ভূগোল জিকে প্রশ্ন

71.ভারতের কয়লা প্রধানত কি জাতীয়?
A.এন্থ্রাসাইট
B. বিটুমিনাস
C. লিগনাইট
D.পিট্

Ans-B. বিটুমিনাস

72.ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লা পরিমান সর্বাধিক ?
A. ওড়িশা
B. ঝাড়খন্ড
C. পশ্চিমবঙ্গ
D. ছত্তিসগড়
Ans-D. ছত্তিসগড়

73. কোনটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সর্বাধিক ?
A. কয়লা
B. সবরিগিরি
C. ভাকরা নাঙ্গল
D.কুন্ডা
Ans-B. সবরিগিরি

74. ভারতের প্রতি বছর কত mmt পেট্রোলিয়াম পরিশুদ্ধ হয় ?
A.১৯৫
B. ২১৫
C. ২৩০
D. ২৫০
Ans- B. ২১৫

75. যে কোম্পানির সাথে ইউরেনিয়াম আহরণের জন্য ভারতীয় ইউরেনিয়াম কোর্পারশন সঙ্গে চুক্তি হয়েছে
A. ও এন জি সি
B.গেইল (GAIL)
C.রিলায়েন্স
D. এসার অয়েল
Ans-B.গেইল

76. ভারতের বৃহত্তম তেল শোধনাগার ?
A.কোয়ালি
B. জামনগর
C.হলদিয়া
D.মথুরা
Ans-B. জামনগর

77. ভারতের প্রাচীনতম খনিজ তেল উত্তোলন কেন্দ্র হলো
A. অঙ্কলেশ্বর
B. ডিগবয়
C.নারীমনম
D. কৃষ্ণা গোদাবরী
Ans-B. ডিগবয়

78.আকরিক লোহা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধকারী রাজ্য?
A. কর্ণাটক
B. মধ্যপ্রদেশ
C. বিহার
D. গোয়া
Ans-D. গোয়া।

79. বক্সসাইট উৎপাদনে ভারত এর প্রথম স্থান অধিকার করে ?
A. ওড়িশা
B. ঝাড়খন্ড
C. পশ্চিমবঙ্গ
D. ছত্তিসগড়
Ans-A. ওড়িশা

80. বড় পাতের অভ্র উৎপাদনে ভারতের স্থান কত
A. সপ্তম
B. প্রথম
C. পঞ্চম
D. নবম
AnsB. প্রথম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.