General Science GK Questions

11. Name of the Compound Represented by the formula Al2(SO4)3 ?
(A) Aluminum Sulphate
(B) Aluminum Sulphide
(C) Aluminum Sulphite
(D) Aluminum Sulphuroxide

Ans- (A) Aluminum Sulphate
(এটা অ্যালুমিনিয়াম সালফেটের ফর্মুলা)।

12.একটা রেসিস্টরের দৈর্ঘ্য হলো L এবং ক্রস সেকশন এরিয়া হলো A, যার রোধ হলো R।ওপর একটা রেসিস্টরের দৈর্ঘ্য হলো L/2 এবং এরিয়া 2A হলে এর রোধ কত হবে?
(A) R
(B) R/4
(C) 2R
(D) R/2

Ans- (B) R/4
(আমরা জানি রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক হয় কিন্তু এরিয়ার ব্যস্তানুপাতিক হয়।তাহলে প্রথমটার ক্ষেত্রে হবে-
L × 1/A
ওপর টার ক্ষেত্রে হবে –
L/2 × 1/2A
:- L×1/A = L/2×1/2A
(কাটাকাটি করলে)
1 = 1/4
:- R/4 Ans)।

13.What is exchanged between the reactants during a double displacement reaction?
(A) Ions
(B) Molecules
(C) Electrons
(D) Atoms

Ans- (A) Ions
(double displacement এর Best Example হলো-
AgNO3 + NaCl – AgCl + NaN3)।

14.এক কিলো ওয়াট (kWh) = কত জুল?
(A) 3.6 × 10^6 J
(B) 3.6 × 10^7 J
(C) 3.6 × 10^8 J
(D) 3.6 × 10^9 J

Ans- (A) 3.6 × 10^6 J

15.নীচের কোনটি একটি যৌগ নয়?
(A) জল
(B) নাইট্রোজেন পারক্সাইড
(C) ক্লোরিন
(D) অ্যামোনিয়া

Ans- (C) ক্লোরিন (Cl)
(ক্লোরিন হলো একটি মৌল)।

16.একটি 10N বল প্রয়োগ করা হলে বস্তুটা 2 মিটার এগিয়ে যায় সেই দিকে যে দিকে বল প্রয়োগ করা হচ্ছে।তাহলে এখানে কতটা কার্য হচ্ছে?
(A) 30 J
(B) 20 J
(C) 25 J
(D) 50 J

Ans- (B) 20 J
(বল হচ্ছে 10N, ভর হচ্ছে 5 kg, সরণ হচ্ছে 2 মিটার
কার্য কত?
আমরা জানি-
কার্য = বল × সরণ
W = F × S
W = 10 × 2
W = 20 J Ans)।

17.নীচের কোনটি উভয়ধর্মী (Amphoteric) অক্সাইড?
(A) CO2
(B) Al2O3
(C) CuO
(D) SO2

Ans- (B) Al2O3 (অ্যালুমিনিয়াম অক্সাইড)
(উভয়ধর্মী অক্সাইডের Best Example হলো Al2O3 (অ্যালুমিনিয়াম অক্সাইড) এবং ZnO (জিঙ্ক অক্সাইড)।

18.800 কেজির একটা গাড়ি যার গতিবেগ 90 km/h।যদি গাড়িটি চলমান অবস্থায় ব্রেক করা হয় তাহলে থামতে 5 সেকেন্ড সময় নেয়।তাহলে বল কতটা প্রয়োগ করা হয়েছে?
(A) 2000 N
(B) 1000 N
(C) 3000 N
(D) 4000 N

Ans- (D) 4000 N
(প্রথমে যে কথা গুলি বলা প্রয়োজন সেগুলি হলো-
* বেগ থেমে যাওয়া মানে বেগ (Velocity) 0 (শূন্য)।
* গতিবেগ কিলোমিটারে আছে তাকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে।
* মিটার/সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুন করতে হবে। অর্থাৎ 90 × 5/18
* চলো এবার অঙ্কটা করা যাক-
আমরা জানি –
বল = মাস × ত্বরণ
F = m × a
F = 800× v -u/t
F=800×0 -90/5
F=800×0 -90×5/18 /5
F = 800 × (-5)
F = -4000 N Ans)।

19.A Constant Current of 1.0A is Maintained in a Resistor 12 Ohm. The amount of change that flows through this resistor in one minute will be — — — –.
(A) 60 C
(B) 30 C
(C) 20 C
(D) 45 C

Ans- (A) 60 C
(তড়িৎ প্রবাহ – 1.0A
রোধ হচ্ছে – 12 ওহম
কতটা চার্জ প্রবাহিত হবে 1 মিনিট ধরে?
* প্রথম কথা রোধ 12 ওহম কাজে লাগাবে না।কারণ Constant তড়িৎ প্রবাহ বলেছে।অর্থাৎ তড়িৎ প্রবাহ Change হচ্ছে না।
* মিনিটকে সেকেন্ডে নিয়ে যেতে হবে (1× 60) = 60 সেকেন্ড।
* আমরা জানি 1 অ্যাম্পিয়ার = 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ উৎপন্ন হয়।
* 1 সেকেন্ডে যায় 1 কুলম্ব
60 ” ” ” 60×1
= 60 কুলম্ব Ans)।

20.মেন্ডেলিভ যখন কাজ শুরু করে ছিলেন তখন কতগুলি মৌল জানা ছিল?
(A) 65 টি
(B) 66 টি
(C) 63 টি
(D) 64 টি

Ans- (C) 63 টি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.