প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসা প্রশ্ন পত্র (Part-1)
1.—— ভাজক কলার পাতার মূলে অথবা কিসলয়ের ইন্টারনোডে উপস্থিত থাকে।
(A) পার্শ্বস্থ
(B) নিবেশিত
(C) কালারি
(D) অগ্রস্থ
2.প্রতিফলনের নিয়ন্ত্রিত রাশিগুলি দ্বারা গঠিত প্রতিবিম্ব, যা আমরা রাশিগুলিকে পশ্চাতে প্রসারিত করে পাই,সেটি হলো-
(A) সদ্
(B) অসদ্
(C) উত্তল
(D) সমতল
3.92.6 g পারদ যদি 7.4 g অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে মারকিউরিক অক্সাইডের ভর কত?
(A) 85.2 g
(B) 100 g
(C) 7.4 g
(D) 92.6 g
4.ধ্রুবক বেগের সাথে ব্যাসার্ধ r যুক্ত একটি বৃত্তাকার পথের উপর দিয়ে 100 g ভর যুক্ত একটি বস্তু ঘূর্ণায়মান রয়েছে।একটি সম্পূর্ণ আবর্তনের কার্য কত?
(A) শূন্য
(B) 100 r J
(C) (r/100) J
(D) (100/r) J
5.পরমাণু এবং অণুর প্রসঙ্গে “amu” -কি?
(A) অ্যাটোমিক মাস ইউনিট
(B) অ্যাভোগ্যাড্রো মাস ইউনিট
(C) অ্যাটোমিক মলিকিউল ইউনিট
(D) অ্যাটোমিক ইউনিফায়েড মাস ইউনিট
6.নীচের কোনটি সঠিকভাবে মেলানো হয়নি?
(A) অ্যালডিহাইড : —- OH
(B) কার্বোক্সিলিক অ্যাসিড : —- COOH
(C) অ্যামিন্স : —- NH2
(D) অ্যামাইডস : —– CONH2
7.একটি কম্পনরত বস্তুর পর্যায়কাল হলো 0.05 s, এটির দ্বারা নির্গত তরঙ্গের কম্পাঙ্ক কত হবে?
(A) 200Hz
(B) 20Hz
(C) 5Hz
(D) None
8.যেসব জীব অন্যান্য জীবেদের ভক্ষণ করে, তাদেরকে কি বলা হয়?
(A) কেমোট্রপিক জীব
(B) স্যাপ্রোট্রপিক জীব
(C) পরজীবী
(D) হলোট্রপিক জীব
9.যে সমস্ত উদ্ভিদ বীজ উৎপাদনের ক্ষমতা হারিয়েছে।সেগুলি নিন্মলিখিত কোন পদ্ধতির দ্বারা প্রজনন করে?
(A) বিভাজন
(B) অঙ্গজ বংশ বিস্তার
(C) বহু বিভাজন
(D) কোরকোদগম
10.মেরুদণ্ডের মূল কোথায় থাকে?
(A) মেডুলাতে
(B) গুরুমস্তিস্কে
(C) লঘুমস্তিকে
(D) পনসে্