General Science GK Questions
1.2Cu + O2 = 2CuO এটা কোন ধরনের বিক্রিয়ার উদাহরণ?
(A) Displacement
(B) Double Displacement
(C) Decomposition
(D) Combination
2.মরু উদ্ভিদের যে মোটা মোমের মত প্রলেপ থাকে তাকে কি বলা হয়?
(A) Cutin
(B) Lignin
(C) Cellulose
(D) Fats
3.ফুলের পুরুষ জননাঙ্গের নাম কি?
(A) Carpel
(B) Stamens
(C) Sepals
(D) Petals
4.The Speed of light in a Medium of Refractive index (কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক) 1.5 is — — — ।
(A) 1.2 × 10^8 m/s
(B) 2.0 × 10^8 m/s
(C) 1.5 × 10^8 m/s
(D) 4.5 × 10^8 m/s
5.সুস্পষ্ট প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক এবং শব্দ উৎসের মধ্যে নিন্মতম দূরত্ব কতটা থাকা উচিৎ?
(A) 17.2 m
(B) 172 m
(C) 36.3 m
(D) 364 m
6.1 পিকোমিটার = কত?
(A) 10^12 m
(B) 10^11 m
(C) 10^-11 m
(D) 10^-12 m
7.কোষ বিভাজনে সক্ষম উদ্ভিদ টিস্যুর নাম কি?
(A) কোলেনকাইমা
(B) মেরিস্টিম্যাটিক টিস্যু
(C) স্ক্লেরেনকাইমা
(D) প্যারেনকাইমা
8.বাড়তি জল উদ্ভিদ কিভাবে দেহ থেকে বেড় করে?
(A) শ্বসনের মাধ্যমে
(B) রেচনের মাধ্যমে
(C) বাষ্পমোচনের মাধ্যমে
(D) সঞ্চারনের মাধ্যমে
9.নীচের কোনটি প্রোপাননের কার্যকরী গ্রুপ?
(A) কিটোন
(B) অ্যালডেহাইড
(C) কার্বোক্সিল
(D) অ্যালকোহল
10.পৃথিবীর ভর কত?
(A) 6 × 10^25 Kg
(B) 6 × 10^23 Kg
(C) 6 × 10^22 Kg
(D) 6 × 10^24 Kg