ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সম্বন্ধীয় প্রশ্ন
11. ডঃ বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের “হৃদয় এবং আত্মা”- হিসেবে কোন ধারাকে চিহ্নিত করেছেন?
(A) 24 নং ধারাকে
(B) 17 নং ধারাকে
(C) 226 নং ধারাকে
(D) 32 নং ধারাকে
12. কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ কথাটি সংযোজন করা হয়েছে?
(A) 44 তম
(B) 68 তম
(C) 42 তম
(D) 101 তম
13. কত নাম্বার ধরা অনুযায়ী সুপ্রিম কোর্ট লেখ (Writ) জারি করতে পারে?
(A) 226 নং ধারা অনুযায়ী
(B) 28 নং ধারা অনুযায়ী
(C) 18 নং ধারা অনুযায়ী
(D) 32 নং ধারা অনুযায়ী
14. কত নাম্বার ধরা অনুযায়ী হাইকোর্ট লেখ (Writ) জারি করতে পারে?
(A) 226 নং ধারা অনুযায়ী
(B) 28 নং ধারা অনুযায়ী
(C) 18 নং ধারা অনুযায়ী
(D) 32 নং ধারা অনুযা
15. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়গুলি নিজস্ব পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার স্বীকৃত হয়েছে?
(A) 32 নং ধারায়
(B) 30 নং ধারায়
(C) 17 নং ধারায়
(D) 35 নং ধারায়
16. অস্পৃশ্যতা দূরীকরণের জন্য “অস্পৃশ্যতা আইন”- কত সালে পাশ বা প্রণীত হয়েছে?
(A) 1942 সালে
(B) 1952 সালে
(C) 1955 সালে
(D) 1976 সালে
17. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা নিষিদ্ধ বা বিলোপ করা হয়েছে?
(A) 32 নং ধারায়
(B) 18 নং ধারায়
(C) 35 নং ধারায়
(D) 17 নং ধারায়