ভারতের বিভিন্ন বিদ্রোহ
81. কোন সিপাহী নেতা যুদ্ধ ক্ষেত্রে মারা যান?
(A) বখত খান
(B) কুনওয়ার সিং
(C) তাঁতিয়া টোপি
(D) লক্ষীবাঈ
82. কে সিপাই বিদ্রোহের 100 বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিকদের গ্রন্থ লিখতে নির্দেশ দেন?
(A) জওহরলাল নেহেরু
(B) মৌলানা আবুল কালাম আজাদ
(C) রাজেন্দ্রপ্রসাদ
(D) বাবা সাহেব আম্বেদকর
83. কার সাহায্যে দ্বিতীয় বাহাদুরশাহ জাফর দিল্লীর সম্রাট পদে উন্নীত বা অধিষ্ঠিত হয়?
(A) বখত খানের সাহায্যে
(B) হাকিম আজিমুল্লার সাহায্যে
(C) প্রকৃতিপুঞ্জের সাহায্যে
(D) তাঁতিয়া টোপির সাহায্যে
84. 1857 ‘র সরকারি ঐতিহাসিক কে ছিলেন?
(A) রমেশচন্দ্র মজুমদার
(B) রুদ্রাংশু মুখোপাধ্যায়
(C) সুরেন্দ্রনাথ সেন
(D) জে. বি. ম্যালেসন
85. “আওয়াধ ইন রিভোল্ট”(Awadh in Revolt) কে লিখেছেন?
(A) রমেশচন্দ্র মজুমদার
(B) রুদ্রাংশু মুখোপাধ্যায়
(C) জে.ডব্লিউ. কি
(D) জে. বি. ম্যালেসন
86. মহারানী ভিক্টরিয়াকে”ভারত সম্রাজ্ঞী”-দেন কে?
(A) বেঞ্জামিন ডিসরেলী
(B) এসলি ইডেন
(C) ইংল্যান্ডের মন্ত্রিসভা
(D) লর্ড ক্যানিং
87. দিল্লীতে সিপাই বিদ্রোহ দমন করেন কে?
(A) কলিন ক্যাম্পবেল
(B) জন নিকলসন
(C) জেনারেল হ্যাভলক
(D) হিউরোজ
88. কানপুর সিপাই বিদ্রোহ দমন করেন কে?
(A) কলিন ক্যাম্পবেল
(B) জন নিকলসন
(C) জেনারেল হ্যাভলক
(D) হিউরোজ
89. গোয়ালিয়োরে সিপাই বিদ্রোহ দমন করেন কে?
(A) কলিন ক্যাম্পবেল
(B) জন নিকলসন
(C) জেনারেল হ্যাভলক
(D) হিউরোজ
90. “ভারতের মহাবিদ্রোহ”- বইটি কে লেখেন ?
(A) এস.বি. চৌধুরী
(B) প্রমোদ সেনগুপ্ত
(C) হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
(D) রেভারেন্ড ডাফ