ভারতের বিভিন্ন বিদ্রোহ
71. “সিপাহীদের মধ্যে যদি একজনও প্রতিভাবান নেতা থাকতো, তাহলে আমাদের সর্বনাশ হতো”- কথাটি কে বলেন?
(A) হেনরী লরেন্স
(B) পিটার গ্র্যান্ট
(C) জন কে
(D) রুদ্রাংশু ভট্টাচার্য
72. সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়?
(A) কানপুরে
(B) ঝাঁসিতে
(C) বহরমপুরে
(D) ব্যারাকপুরে
73. 1857 সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন?
(A) বাহাদুরশাহ
(B) শাহ আলম চৌধুরী
(C) দ্বিতীয় বাহাদুরশাহ জাফর
(D) দ্বিতীয় মহম্মদ শাহ
74. ইংরেজরা দিল্লি পুনর্দখল করে কবে?
(A) 1857 সালের 22 শে সেপ্টেম্বর
(B) 1857 সালের 2 রা অক্টোবর
(C) 1858 সালের 2 রা নভেম্বর
(D) 1857 সালের 22 শে মে
75. এন্ডফিল্ড রাইফেলের আগে কোন রাইফেল চালু ছিল?
(A) মেশিনগান
(B) এয়ারগান
(C) গ্রাউনডফ
(D) ব্রাউন বেস
76. সিপাহীরা দ্বিতীয় বাহাদুরশাহ জাফর কে “স্বাধীন ভারতের সম্রাট বলে ঘোষণা করেন কবে?
(A) 1857 সালের 10 ই মে
(B) 1857 সালের 11 ই মে
(C) 1857 সালের 12 ই মে
(D) 1858 সালের 11 ই মে
77. ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ কার স্ত্রী ছিলেন?
(A) গঙ্গাধর রাও
(B) গঙ্গারাম রাও
(C) গদাধর রাও
(D) গোবিন্দ দেব রাও
78. কোন সিপাহী বিদ্রোহের নেতা নেপালে মারা যান?
(A) তাঁতিয়া টোপি
(B) নানাফরণ বিশ
(C) মনিরাম দেওয়ান
(D) নানাসাহেব
79. ” Eighteen Fifty Seven”- (1857) বইটি কে লেখেন?
(A) রমেশচন্দ্র মজুমদার
(B) সুরেন্দ্রনাথ সেন
(C) রুদ্রাংশু মুখোপাধ্যায়
(D) অনীল শীল
80. “The Seapy Mutiny and the Revolt of 1857”- গ্রন্থটির লেখক কে?
(A) বীর সভারকার
(B) প্রমোদ সেনগুপ্ত
(C) রমেশচন্দ্র মজুমদার
(D) টি.আর. হোমস