ভারতের বিভিন্ন বিদ্রোহ
11. সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সময় বাংলার গভর্নর কে ছিলেন?
(A) ভ্যানস্টার্ট
(B) ওয়ারেন হেস্টিংস
(C) লর্ড কার্টিয়ার
(D) ভেরেলেস্ট
12. সন্ন্যাসী-ফকির বিদ্রোহের কথা কোন উপন্যাসে উল্লেখিত হয়েছে?
(A) চোখের বালি
(B) ঘরে বাইরে
(C) আনন্দমঠ
(D) বর্তমান ভারত
13. রংপুরের কৃষক বিদ্রোহ হয় মূলত কার অত্যাচারের বিরুদ্ধে?
(A) রানী রাসমণির অত্যাচারের বিরুদ্ধে
(B) দুর্জন সিং এর অত্যাচারের বিরুদ্ধে
(C) দেবী সিং এর অত্যাচারের বিরুদ্ধে
(D) জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে
14. পাইক বিদ্রোহ কোথায় অনুষ্ঠিত হয়েছিলো?
(A) বাংলায়
(B) বিহারে
(C) উড়িষ্যায়
(D) ঢাকায়
15. আব্দুল ওয়াহাবের ধর্মমত কি নামে পরিচিত?
(A) শরীয়ৎবাদ
(B) মহাম্মদীয়াবাদ
(C) ওয়াহাবিবাদ
(D) শুধুমাত্র B
16. ভারতে সৈয়দ আহম্মদের প্রধান গুরু কে ছিলেন?
(A) শাহ ওয়ালিউল্লাহ
(B) মহম্মদ নওয়াজ
(C) হাজী সরিয়ৎউল্লাহ
(C) মহম্মদ মহসীন
(D) মৌলানা হাবিবুর রহমান
17. তিতুমীরের উপাধি কি ছিলো?
(A) আলমগীর
(B) বাদশাহ
(C) পাদশাহ
(D) বীরচক্র
18. “তিতুমীর”- গ্রন্থটি কে লেখেন?
(A) হেনরী লরেন্স
(B) বিহারীলাল সরকার
(C) গোপাল হরি দেশমুখ
(D) মহিবুল হাসান
19. কোল বিদ্রোহ কত সালে অনুষ্ঠিত হয়েছিলো?
(A) 1831 সালে
(B) 1832 সালে
(C) 1833 সালে
(D) 1835 সালে
20. তিতুমীরের জীবনিকারের নাম কি ?
(A) হেনরী লরেন্স
(B) বিহারীলাল সরকার
(C) গোপাল হরি দেশমুখ
(D) মহিবুল হাসান