ফুলের বিভিন্ন অংশ (GK Questions)
1.গর্ভমুন্ড নীচের কোন অংশ থেকে উৎপন্ন হয়?
(A) Carpel (গর্ভাশয়)
(B) Perianth (পুষ্পপুট)
(C) Fillament (পুংদন্ড)
(D) Anther (পরাগধানী)
2.নীচের কোনটি Carpel (গর্ভাশয়/গর্ভপত্র) -এর অংশ নয়?
(A) Calyx (বৃতি)
(B) Style (গর্ভদন্ড)
(C) Stigma (গর্ভমুন্ড)
(D) Overy (গর্ভাশয়)
3.Style (গর্ভদন্ড) এবং Stigma (গর্ভমুন্ড) এই দুটি অংশ দিয়ে কি গঠিত হয়?
(A) Carpel (গর্ভাশয়)
(B) Perianth (পুষ্পপুট)
(C) Fillament (পুংদন্ড)
(D) Anther (পরাগধানী
4.পোলেন (Pollen) বা রেনু ফুলের কোন অংশে তৈরি হয়?
(A) Carpel
(B) Perianth
(C) Fillament
(D) Stamen
5.নীচের কোনটি গাইনিসিয়াম (Gynoecium) -এর অংশ?
(A) Anther
(B) Carpel
(C) Perianth
(D) Fillament
6.নীচের কোনটি এন্ড্রোসিয়াম (Androecium)- এর অংশ?
(A) Anther
(B) Style
(C) Fillament
(D) Both A & C
7.পোলেন (Pollen) -এর আবরণ তৈরি হয় ——– দিয়ে?
(A) লিটানিন
(B) স্পোরোপোলেনিন
(C) গুয়ানিন প্রোটিন
(D) জার্মানিন
8.পোলেন (Pollen) -এর মধ্যে থাকা দুই ধরণের কোষ হলো-
(A) লেট সেল
(B) সীভ কোষ
(C) ট্রাকিয়া
(D) ভেজিটেটিভ সেল & জেনেরেটিভ সেল
9.পোলেন (Pollen) কোষ গুলির গায়ে থাকা কোষ পর্দা কি দিয়ে তৈরি হয়?
(A) সেলুলোজ দিয়ে
(B) ক্যালসিয়াম দিয়ে
(C) ফ্যাট দিয়ে
(D) পলিমার দিয়ে
10.পরাগ সংযোগের অর্থ হলো-
(A) পোলেন স্টিগমা (Stigma) থেকে স্টাইলে সঞ্চারণ
(B) পোলেন স্টামেন (Stamen) থেকে পিস্টিলে সঞ্চারণ
(C) পোলেন পিস্টিল থেকে Stamen -এ সঞ্চারণ
(D) None of these
11.একটি মাতৃ পোলেন কোষ (Microsporocyte) কতগুলি মাইক্রোস্পোর তৈরি হয় মিয়োসিস পদ্ধতিতে?
(A) 3 জোড়া
(B) 4 টি
(C) 2 টি
(D) 12 টি
প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসা জীবন বিজ্ঞান প্রশ্ন