11.প্রথম কোন বাঙালি মহিলা ‘জ্ঞানপীঠ” পুরস্কার পান?
(A) আশাপূর্ণা দেবী
(B) কাদম্বিনী গাঙ্গুলী
(C) চন্দ্রমুখী বসু
(D) অরুণা আসফ আলী
Ans- (A) আশাপূর্ণা দেবী
(1909 সালের 8 ই জানুয়ারি কলকাতায় আশাপূর্ণা দেবী জন্মগ্রহণ করেন।ইনি ছিলেন একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক,ছোটগল্পকার ও শিশু সাহিত্যের জনক।* আশাপূর্ণা দেবীর উল্লেখযোগ্য রচনাগুলি হলো “এই তো সেদিন”, “অগ্নিপরীক্ষা”, “সুখের চাবি”, “কখনো কাছে কখনো দূরে”, “চাবি বন্ধ সিন্ধুক” প্রভৃতি।* আশাপূর্ণা দেবীর উল্লেখযোগ্য ছোটগল্পগুলির মধ্যে অন্যতম হলো “কামধেনু”, “পাতাচাঁপা”, “শুনে পুণ্যবান”- প্রভৃতি।* তিনি প্রথম বাঙালি মহিলা যিনি “জ্ঞানপিঠ”, “রবীন্দ্র পুরস্কার”, ” সাহিত্য একাডেমি” প্রভৃতি পুরস্কারে সম্মানিত হন।* 1995 সালের 13 ই জুলাই এই কালজয়ী সাহিত্যিক বাঙালি মৃত্যুর কোলে ঢলে পড়েন )
12.প্রথম কোন বাঙালি মহিলা জেলাশাসক হন?
(A) রানু ঘোষ
(B) ঝুম্পা লাহিড়ী
(C) ভুবন মোহিনী দেবী
(D) শিপ্রা মজুমদার
Ans- (A) রানু ঘোষ
13.প্রথম কোন বাঙালি মহিলা বি.এ. (B.A) অনার্স করেন?
(A) রানু ঘোষ
(B) ঝুম্পা লাহিড়ী
(C) ভুবন মোহিনী দেবী
(D) কামিনী রায়
Ans- (D) কামিনী রায়
(1864 খ্রিস্টাব্দের 12 ই অক্টোবর বাংলাদেশের বাখেড়্গঞ্জের বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন।* কামিনী রায় ছিলেন একজন সমাজকর্মী, নারীবাদী লেখিকা ও কবি।* কামিনী রায়ের উল্লেখযোগ্য রচনাগুলি হলো “আলো ও ছায়া(1889)”, “মাল্য ও নির্মাল্য”(1913)।* “জনৈক বঙ্গমহিলা” ছদ্মনামে কামিনী রায় লেখা লেখি করতেন।* 1933 সালের 27 শে সেপ্টেম্বর বিহারের হাজারীবাগে তিনি শেষনিঃস্বাস ত্যাগ করেন)।
14.প্রথম বাঙালি মহিলা পত্রিকা সম্পাদকের নাম কি?
(A) রানু ঘোষ
(B) ঝুম্পা লাহিড়ী
(C) ভুবন মোহিনী দেবী
(D) কামিনী রায়
Ans- (C) ভুবন মোহিনী দেবী
15.প্রথম কোন বাঙালি মহিলা এভারেস্ট জয় করেন?
(A) রানু ঘোষ
(B) ঝুম্পা লাহিড়ী
(C) ভুবন মোহিনী দেবী
(D) শিপ্রা মজুমদার
Ans- (D) শিপ্রা মজুমদার
(2004 সালে শিপ্রা মজুমদার এভারেস্টের চূড়ায় প্রথম বাঙালি মহিলা হিসেবে পা রাখেন।* ইনি ইন্ডিয়ান আর্মির মেজর ছিলেন)।
16.প্রথম কোন বাঙালি মহিলা ডি.এস.সি. (D.S.C) ডিগ্রী অর্জন করেন?
(A) অনামিকা সরকার
(B) অসীমা চ্যাটার্জী
(C) রুপালি পাল
(D) ফাল্গুনী দেবনাথ
Ans- (B) অসীমা চ্যাটার্জী
(1917 সালের 23 শে সেপ্টেম্বর কলকাতায় অসীমা চ্যাটার্জী (মুখোপাধ্যায়)জন্মগ্রহণ করেন।* অসীমা চ্যাটার্জী ছিলেন একজন “জৈব রসায়নবিদ” ও উদ্ভিদ রসায়নবিদ”।* তিনি “ভিঙ্কা অ্যালকালয়েডের” উপর গবেষণা করেন এবং ‘মৃগীরোগের’ ও ‘ম্যালেরিয়ার’ ওষুধ তৈরি করেন।* 1975 সালে তিনি “পদ্মবিভূষণ” পুরস্কারে সম্মানিত হন।* উল্লেখ্য 1982 – 1990 সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সংসদ ছিলেন।* 2006 সালের 22 শে নভেম্বর 89 বছর বয়সে তিনি কলকাতায় শেষনিঃস্বাস ত্যাগ করেন)।
17.প্রথম কোন বাঙালি মহিলা “পুলিৎজার”-পুরস্কার পান?
(A) নীলিমা মন্ডল
(B) শ্রাবনী সেন
(C) ঝুম্পা লাহিড়ী
(D) অনিতা সেন
Ans- (C) ঝুম্পা লাহিড়ী
(“ইন্টারপ্রেটার অফ ম্যালাডিস” ছোট গল্পের জন্য 2000 সালে যুক্তরাষ্ট্রের “পুলিৎজার”-পুরস্কার লাভ করেন এই ভারতীয় বাঙালি বংশদ্ভূত লেখিকা)।
18.প্রথম কোন বাঙালি মহিলা উপাচার্য হন?
(A) ডঃ সেলিনা হায়াৎ
(B) ডঃ মাহমুদা খাতুন
(C) ডঃ রমা রায়
(D) ডঃ দুর্গারানী বন্দ্যোপাধ্যায়
Ans- (C) ডঃ রমা রায়
19.প্রথম কোন বাঙালি মহিলা ক্রিকেটার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়িকা হন?
(A) মিতালি রাজ
(B) ঝুলন গোস্বামী
(C) রিতা কাউর
(D) পুনম রায়
Ans- (B) ঝুলন গোস্বামী
20.প্রথম কোন বাঙালি মহিলা পি.এইচ.ডি (PhD) ডিগ্রী অর্জন করেন?
(A) মুঞ্জুলা সেনগুপ্ত
(B) অন্তরা মজুমদার
(C) প্রভাবতী দাশগুপ্ত
(D) মৃণালিনী সেন