Ans- (B) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
(রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1885 সালের 12 ই এপ্রিল মুর্শিদাবাদ জেলার কালিমাটি গ্রামে জন্মগ্রহণ করেন।
* 1911 সালে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বক্ষনে যোগদান করেন এবং 1922 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র “মহেঞ্জোদাড়ো”- পুনারাবিষ্কার করেন।1926 সালে এই পুরাতাত্ত্বিক গবেষণা থেকে তিনি অবসর গ্রহণ করেন।* রাখালদাস বন্দ্যোপাধ্যায় ইতিহাসে আর.ডি.ব্যানার্জি নামে সমধিক পরিচিত।* এই ঐতিহাসিক ও পুরাতাত্ত্বিকবিদ 1930 সালের 23 শে মে কলকাতা 45 বছর বয়সে মৃত্যু বরণ করেন)।
13.প্রথম কোন বাঙালি তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করেন?
(A) অতীশ দীপঙ্কর
(B) শীলভদ্র
(C) দেবেন্দ্রনাথ মুখার্জী
(D) শ্রীহরি জ্ঞান
Ans- (A) অতীশ দীপঙ্কর
(অতীশ দীপঙ্কর 982 খ্রিস্টাব্দে বিক্রমপুরের (বর্তমানে এটি বাংলাদেশে অবস্থিত) বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন।* “অতীশ” নাম পেয়েছিলেন তিব্বতের সাধারণ মানুষের কাছে থেকে।নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শীলভদ্রের কাছ থেকে তিনি পেয়েছিলেন “শ্রীজ্ঞান” উপাধি।* শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বিখ্যাত রচনাগুলি হল – “বোধিপথপ্রদীপ” চর্যাসংগ্রহপ্রদীপ” “সংগ্রহগর্ভ”- প্রভৃতি)।
14.প্রথম কোন বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন?
(A) মানিক বন্দ্যোপাধ্যায়
(B) দ্বিজেন্দ্রোলাল রায়
(C) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(D) দেশবন্ধু চিত্তরঞ্জন দাস
Ans- (C) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(ঔপন্যাসিক ও ছোটগল্পকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 খ্রিস্টাব্দের 24 শে জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরে জন্মগ্রহণ করেন।
* তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 64টি উপন্যাস 53টি গল্পগ্রন্থ,2টি ভ্রমণ কাহিনী, 1টি কাব্যগ্রন্থ ও 1টি প্রহসন লিখেছেন।* এই বিশিষ্ট সাহিত্যিক ‘জ্ঞানপিঠ” “রবীন্দ্র পুরস্কার” ‘পদ্মশ্রী” পদ্মভূষণ’ -,প্রভৃতি পুরস্কারে ভূষিত হন।* 1971 সালের 14 ই সেপ্টেম্বর এই কালজয়ী সাহিত্যিকের জীবনাবসন হয় কলকাতায়)।
15.নিন্মের কোন বিখ্যাত বাঙালি ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন?
(A) বিনোদ বিহারী মিশ্র
(B) গৌরাঙ্গ দেব
(C) সুকুমার রায়
(D) সুকুমার সেন
Ans- (D) সুকুমার সেন
16.প্রথম কোন বাঙালি চলতি ভাষায় উপন্যাস লেখেন?
(A) টেকচাঁদ ঠাকুর
(B) সমরেশ বসু
(C) কার্তিকচন্দ্র মল্লিক
(D) মানিক বন্দ্যোপাধ্যায়
Ans- (A) টেকচাঁদ ঠাকুর
(প্যারিচাঁদ মিত্রের (1814 – 1833) ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। ইনি ছিলেন একজন ঔপন্যাসিক।
17.পশ্চিমবঙ্গের প্রথম বাঙালি মুখ্যমন্ত্রীর নাম কি?
(A) রাজনায়ণ বসু
(B).জ্যোতিবসু
(C) ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ
(D) ডঃ বিধানচন্দ্র রায়
Ans- (C) ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ
(1947 সালে পশ্চিম বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ শপথ বাক্য পাঠ করেন)।
18.প্রথম কোন বাঙালি ব্যাঙ্গচিত্র অঙ্কন করেন?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) দেবেন্দ্রনাথ ঠাকুর
(C) অবনীন্দ্রনাথ ঠাকুর
(D) গগনেন্দ্রনাথ ঠাকুর
Ans- (D) গগনেন্দ্রনাথ ঠাকুর
(1867 সালের 17 ই সেপ্টেম্বর গগনেন্দ্রনাথ ঠাকুর কোলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
* চিত্রকলা ও কার্টুনের রূপকার গগনেন্দ্রনাথ ঠাকুর 1938 সালের 14 ই ফেব্রুয়ারি মৃত্যু বরণ করেন)।
19.প্রথম বাঙালি সেনাপতির নাম কি?
(A) জয়ন্ত নাথ চৌধুরী
(B) দেবেন্দ্রনাথ ঠাকুর
(C) অবনীন্দ্রনাথ ঠাকুর
(D) গগনেন্দ্রনাথ ঠাকুর
Ans- (A) জয়ন্ত নাথ চৌধুরী
(1962 – 1966 সাল পর্যন্ত ভারতীয় স্থলসেনার প্রধান অধিনায়ক ছিলেন। 1966 সালে তিনি কানাডার রাষ্ট্রদূত নির্বাচিত হন)।
20.প্রথম কোন বাঙালি এয়ার চিফ মার্শাল ছিলেন?
(A) মনীশ গুপ্ত
(B).রাকেশশর্মা
(C) সুব্রত মুখার্জী
(D) নিলেশ কর
Ans-(C) সুব্রত মুখার্জী
(সুব্রত মুখার্জীকে (1911 – 1960) “বিমান বাহিনীর জনক”- বলা হয়।
* 1960 সালে তিনি দুর্ঘটনায় নিহত হন)।