GK Questions – ইঙ্গ-শিখ সম্পর্ক

11. কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়?
(A) 1845 খ্রিস্টাব্দে
(B) 1836 খ্রিস্টাব্দে
(C) 1847 খ্রিস্টাব্দে
(D) 1838 খ্রিস্টাব্দে

Ans- (D) 1838 খ্রিস্টাব্দে
(1838 খ্রিস্টাব্দে আফগানিস্থানের শাহ সুজা, পাঞ্জাব কেশরী রণজিৎ সিংহ এবং ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ডের (1836 -42) মধ্যে ত্রিশক্তি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়)।

12. “আধুনিক পাঞ্জাবের জনক”-কাকে বলা হয়?
(A) রণজিৎ সিংহকে
(B) দলীপ সিংহকে
(C) লর্ড ডালহৌসিকে
(D) গুরু নানককে
Ans- (C) লর্ড ডালহৌসিকে (1848 -1856)।

13. দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
(A) লর্ড হার্ডিঞ্জ
(B) লর্ড ডালহৌসি
(C) চার্লস মেটকাফ
(D) লর্ড ক্যানিং
Ans- (B) লর্ড ডালহৌসি

14. কার আমলে প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ (1845 -46 খ্রি:) সংঘটিত হয়?
(A) রণজিৎ সিংহের আমলে
(B) গুরু গোবিন্দ সিংহের আমলে
(C) গুরু তেগবাহাদুরের আমলে
(D) দলীপ সিংহের আমলে
Ans- (D) দলীপ সিংহের আমলে

15. ইঙ্গ-শিখ লাহোর সন্ধির (1846) শর্তানুসারে শিখরা 1.5 কোটি টাকা পেতে ব্যর্থ হওয়ায় কোন রাজ্যটি ইংরেজদের ফিরিয়ে দিতে বাধ্য হন?
(A) কাশ্মীর
(B) লুধিয়ানা
(C) সিন্ধু
(D) মুলতান
Ans- (A) কাশ্মীর

16. নানা ফড়নবীশ ছিলেন-
(A) মারাঠা রাজনীতিবিদ
(B) মারাঠা সর্দার
(C) মহীশূরের মন্ত্রী
(D) None of the above
Ans- (A) মারাঠা রাজনীতিবিদ

17. দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধে (1848/48) পরাজয়ের পর রাজা দলীপ সিংহ ও রাজমাতা ঝিন্দনকে কোথায় নির্বাসিত করা হয়?
(A) রেঙ্গুনে
(B) আন্দামান দ্বীপপুঞ্জে
(C) ইংল্যান্ডে
(D) None of these
Ans- (C) ইংল্যান্ডে

18. কে প্রথম পাঞ্জাবের কমিশনার নিযুক্ত হন?
(A) স্যার হেনরি লরেন্স
(B) স্যার হেনরি ম্যাকমোহন
(C) স্যার জন শোর
(D) লর্ড ডালহৌসি
Ans- (A) স্যার হেনরি লরেন্স

আমাদের টেলিগ্রাম Group জয়েন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.