তড়িৎ চুম্বক ও চৌম্বকত্ব
51. নীচের কোনটি তড়িৎ চুম্বকীয় প্রভাবের উপর কাজ করে?
(A) টেলিফোন
(B) রেডিও
(C) ইলেকট্রিক মোটর
(D) All of the above
(D) All of the above
52. নীচের কোনটি সত্য নয়?
(A) একটি সোজা তড়িৎ পরিবাহী তারের যেকোনো বিন্দুতে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডের শক্তি প্রবাহ তড়িৎ (Current) -এর সঙ্গে সমানুপাতিক
(B) একটি সোজা তড়িৎ পরিবাহী তারের যেকোনো বিন্দুতে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডের শক্তি ও বিন্দু থেকে দূরত্বের ব্যস্তানুপাতিক
(C) Both A & B Correct
(D) দুটোই Wrong
53. ম্যাক্সওয়েলের ডান হস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়মের ক্ষেত্রে নীচের কোনটি সত্য?
(A) বৃদ্ধাঙ্গুষ্ঠ ম্যাগনেটিক ফিল্ডের দিক নির্দেশ করে
(B) বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎ প্রবাহকে নির্দেশ করে
(C) মুড়ে থাকা অনন্যা আঙুলগুলি ম্যাগনেটিক ফিল্ডের দিক নির্দেশ করে
(D) B & C Correct
54. তড়িৎ প্রবাহ যদি লম্বভাবে উপরের দিকে হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনস-
(A) ঘড়ির কাঁটার বিপরীত মুখী হবে
(B) ঘড়ির কাঁটার দিকে হবে
(C) নীচের দিকে হবে
(D) কোনোটিই ঠিক নয়
55. তড়িৎ প্রবাহ যদি লম্বভাবে নীচের দিকে হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনস-
(A) ঘড়ির কাঁটার বিপরীত মুখী হবে
(B) ঘড়ির কাঁটার দিকে হবে
(C) নীচের দিকে হবে
(D) কোনোটিই ঠিক নয়
56. একটি বৃত্তাকার তড়িৎ পরিবাহী তারের (Circular Loop) ক্ষেত্রে নীচের কোনটি সত্য?
(A) তারের যত কাছে যাওয়া যাবে ম্যাগনেটিক ফিল্ড লাইনস তত বৃত্তাকার হবে।
(B) তার থেকে যত দূরে যাওয়া যাবে তত ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলি সরলরেখায় পরিণত হবে।
(C) এই ধরনের তড়িৎ প্রবাহী তারের ক্ষেত্রে তার ম্যাগনেটিক ফিল্ডের শক্তি ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক হয়।
(D) All are correct
57. একটি বৃত্তাকার তড়িৎ পরিবাহী তারের চৌম্বক ক্ষেত্রে শক্তি বাড়ানো যায়-
(A) বৃত্তাকার তারটির প্যাঁচ (Coil) বাড়িয়ে।
(B) বৃত্তাকার তাররের ব্যাসার্ধ কমিয়ে।
(C) তড়িৎ প্রবাহ বাড়িয়ে
(D) All are correct
58. তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে হলে সেই দিকটি হবে-
(A) উত্তর মেরু
(B) দক্ষিণ মেরু
(C) মধ্যবিন্দু
(D) None of these
59. তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীতে হলে সেই দিকটি হবে-
(A) উত্তর মেরু
(B) দক্ষিণ মেরু
(C) মধ্যবিন্দু
(D) None of these
60. সলিনয়েড ম্যাগনেটিক ফিল্ডের সাথে কোনটি সাদৃশ্যমান-
(A) বৃত্তাকার তারের চৌম্বক ক্ষেত্র
(B) লম্বভাবে দন্ডায়মান তারের চৌম্বক ক্ষেত্র
(C) দন্ড চুম্বকের চৌম্বক ক্ষেত্র
(D) None of these