তড়িৎ চুম্বক ও চৌম্বকত্ব
41. ম্যাগনেটিক ফিল্ড লাইনস ম্যাগনেটের বাইরে কোন মুখী হয়?
(A) উত্তর মেরু মুখী
(B) দক্ষিন মেরু মুখী
(C) কেন্দ্র মুখী
(D) নির্দিষ্ট কোনো দিক নির্দেশ নেই
42. ম্যাগনেটের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড লাইনস কোন মুখী হয়?
(A) উত্তর মেরু মুখী
(B) দক্ষিন মেরু মুখী
(C) কেন্দ্র মুখী
(D) নির্দিষ্ট কোনো দিক নির্দেশ নেই
43. নীচের কোনটি ম্যাগনেটিক ফিল্ড লাইন সম্পর্কে ঠিক?
(A) ম্যাগনেটিক ফিল্ড লাইনস কখনো স্পর্শ করে না।
(B) ম্যাগনেটিক ফিল্ড লাইনস শক্তি প্রবাহ বাড়িয়ে বাড়ানো যায়।
(C) ম্যাগনেটিক ফিল্ড লাইনের নির্দিষ্ট দিক নির্দেশ আছে
(D) সবকটিই সত্য
44. ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলি যত কাছাকাছি আসবে-
(A) তত শক্তিশালী হবে
(B) তত কম শক্তিশালী হবে
(C) শক্তি একই থাকবে
(D) কোনোটিই ঠিক নয়
45. একটি চুম্বকের চৌম্বক শক্তি-
(A) দুই মেরুতে সবথেকে বেশি
(B) উত্তর মেরুতে বেশি,দক্ষিণ মেরুতে কম হয়।
(C) চুম্বকের মাঝখানে সবথেকে বেশি হয়
(D) মেরু এবং কেন্দ্রের মাঝখানের অংশে বেশি হয়
46. ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলি ম্যাগনেটের কোথায় কাছাকাছি আসে?
(A) কেন্দ্রের কাছে
(B) দুই মেরুতে
(C) কখনোই কাছাকাছি আসে না
(D) None of these
47. কম্পাসের Needle একই সাথে দুই দিকে পয়েন্ট করতে পারে না কেনো?
(A) কম্পাসকে সেই ভাবে তৈরি করা হয়।
(B) কম্পাসের Needle কেবল উত্তর দিকে মুখ করে থাকে
(C) ম্যাগনেটিক ফিল্ডের রেখা গুলি কখনো একে অপরকে ছেদ করে না
(D) None of these
48. যদি চুম্বকে আনুভূমিক ভাবে রাখা একটি কার্ডবোর্ডের উপর লম্বভাবে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে তার চুম্বক রেখা গুলি-
(A) কেবলমাত্র ঐ কার্ডবোর্ডের উপর অবস্থান করবে
(B) দন্ড চুম্বকের চারপাশে ঘিরে অবস্থান করবে
(C) চুম্বকের সাথে 60° কোণে অবস্থান করবে
(D) চুম্বকের সাথে 90° কোণে অবস্থান করবে
49. আমাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটি ভৌগোলিক অক্ষের সাথে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করে?
(A) 45°
(B) 90°
(C) 15°
(D) 12°
50. পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটি নীচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ
(A) U – আকৃতির চুম্বক
(B) বৃত্তাকার তড়িৎ প্রবাহী তারের মত (Loop Wire)
(C) দন্ড চুম্বক
(D) L – আকৃতির চুম্বক