তড়িৎ চুম্বক ও চৌম্বকত্ব
31. এমন ধাতু যাকে চুম্বকে পরিণত করার পর পুনরায় আবার ফিরিয়ে আনা যায় সেটি নিন্মের কোনটি?
(A) স্টিল
(B) কপার
(C) লোহা
(D) রুপা
32.ম্যাগনেটিক পার্মিয়াবিলিটি (Magnetic Permeability) -এর একক কি?
(A) হেনরি/মিটার^2
(B) হেনরি/মিটার
(C) নিউটন/মিটার^2
(D) মিটার/সেকেন্ড
33.ম্যাগনেটিক মোমেন্ট কি?
(A) ভেক্টর রাশি
(B) Universal Constant
(C) স্কেলার রাশি
(D) রাশিহীন
34.ম্যাগনেটিক মোমেন্টের একক কি?
(A) নিউটন × মিটার/টেসলা
(B) অ্যাম্পিয়ার × মিটার
(C) অ্যাম্পিয়ার × মিটার^2
(D) Both A & B
35.ম্যাগনেটিক লেন্থ কাকে বলা হয়?
(A) একটি মেরু থেকে চুম্বকের কেন্দ্র পর্যন্ত দূরত্বকে
(B) দুটি মেরুর মধ্যবর্তী দূরত্বকে
(C) কেন্দ্র থেকে ম্যাগনেটিক ফিল্ডের শেষ বৃত্ত দূরত্বকে
(D) None of these
36.Maxwell’s Right hand Rule অনুযায়ী যদি তড়িৎ প্রবাহ নীচের দিকে হয় তাহলে চুম্বক ক্ষেত্রের লেখা গুলোর Direction-
(A) Anti-aircraft
(B) Clockwise
(C) Circular
(D) Anti-Clockwise
37.জিওমেট্রিক লেন্থ বলতে কি বোঝায়?
(A) চুম্বকের সমগ্র দৈর্ঘ্যকে বোঝায়
(B) দুটি মেরু এর মধ্যে দূরত্বকে বোঝায়
(C) একটি মেরু থেকে চুম্বকের কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বোঝায়
(D) All of the above
38.ম্যাগনেটিক লেন্থ জিওমেট্রিক লেন্থের –
(A) সমান হয়
(B) থেকে বড় হয়
(C) থেকে ছোট হয়
(D) থেকে দ্বিগুণ হয়
39.নীচের কোনটিতে স্থায়ী চুম্বক ব্যবহার করা হয় না?
(A) পাউন্ড স্পিকারে
(B) জেনারেটরে
(C) হিটারে
(D) ট্রান্সফর্মারে
40.বামহস্ত নিয়মে হাতের তর্জনী কি নির্দেশ করে?
(A) কারেন্ট
(B) ম্যাগনেটিক ফিল্ড
(C) ফোর্স (Force)
(D) All of the above