তড়িৎ চুম্বক ও চৌম্বকত্ব

31. এমন ধাতু যাকে চুম্বকে পরিণত করার পর পুনরায় আবার ফিরিয়ে আনা যায় সেটি নিন্মের কোনটি?
(A) স্টিল
(B) কপার
(C) লোহা
(D) রুপা

Ans- (C) লোহা (Fe)
(স্টিলকে পুনরায় আগের ধর্মে পরিণত করা যায় But Steel -কে পরিণত করলে ও Permanent Magnetised হয়ে যায় চির কালের জন্য এবং শক্তিশালী চুম্বকে পরিণত হয়।
* লোহাকে বিশেষ করে কাঁচা লোহাকে তড়িৎ দিয়ে Magnetised করা যায় আর Non- Magnetised ও করা যায়)।

32.ম্যাগনেটিক পার্মিয়াবিলিটি (Magnetic Permeability) -এর একক কি?
(A) হেনরি/মিটার^2
(B) হেনরি/মিটার
(C) নিউটন/মিটার^2
(D) মিটার/সেকেন্ড

Ans- (B) হেনরি/মিটার
(Magnetic Permeability হলো কোনো বস্তুর সেই Characteristics বা চারিত্রিক বৈশিষ্ট্য যার দ্বারা কোনো ম্যাগনেট কতটা প্রভাবিত হবে সেটা নির্ধারিত হয়।
অর্থাৎ কোনো বস্তু ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কতটা প্রভাবিত হবে সেটা নির্ধারিত হয় Magnetic Permeability -এর মাধ্যমে।যার একক হলো হেনরি/মিটার)।

33.ম্যাগনেটিক মোমেন্ট কি?
(A) ভেক্টর রাশি
(B) Universal Constant
(C) স্কেলার রাশি
(D) রাশিহীন

Ans- (A) ভেক্টর রাশি
(এর মান এবং অভিমুখ দুই-ই আছে তাই এটি ভেক্টর রাশি।
* ম্যাগনেটিক মোমেন্টের একক হলো অ্যাম্পিয়ার × মিটার^2)।

34.ম্যাগনেটিক মোমেন্টের একক কি?
(A) নিউটন × মিটার/টেসলা
(B) অ্যাম্পিয়ার × মিটার
(C) অ্যাম্পিয়ার × মিটার^2
(D) Both A & B

Ans- (C) অ্যাম্পিয়ার × মিটার^2

35.ম্যাগনেটিক লেন্থ কাকে বলা হয়?
(A) একটি মেরু থেকে চুম্বকের কেন্দ্র পর্যন্ত দূরত্বকে
(B) দুটি মেরুর মধ্যবর্তী দূরত্বকে
(C) কেন্দ্র থেকে ম্যাগনেটিক ফিল্ডের শেষ বৃত্ত দূরত্বকে
(D) None of these

Ans- (B) দুটি মেরুর মধ্যবর্তী দূরত্বকে

36.Maxwell’s Right hand Rule অনুযায়ী যদি তড়িৎ প্রবাহ নীচের দিকে হয় তাহলে চুম্বক ক্ষেত্রের লেখা গুলোর Direction-
(A) Anti-aircraft
(B) Clockwise
(C) Circular
(D) Anti-Clockwise

Ans- (D) Anti-Clockwise

37.জিওমেট্রিক লেন্থ বলতে কি বোঝায়?
(A) চুম্বকের সমগ্র দৈর্ঘ্যকে বোঝায়
(B) দুটি মেরু এর মধ্যে দূরত্বকে বোঝায়
(C) একটি মেরু থেকে চুম্বকের কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বোঝায়
(D) All of the above

Ans- (A) চুম্বকের সমগ্র দৈর্ঘ্যকে বোঝায়

38.ম্যাগনেটিক লেন্থ জিওমেট্রিক লেন্থের –
(A) সমান হয়
(B) থেকে বড় হয়
(C) থেকে ছোট হয়
(D) থেকে দ্বিগুণ হয়

Ans- (C) থেকে ছোট হয়
(কারণ সমগ্র দৈর্ঘ্যটা হলো জিওমেট্রিক লেন্থ।আর শুধু দুই মেরুর মধ্যে দূরত্বকে আমরা বলি ম্যাগনেটিক লেন্থ।তাই স্বাভাবিক ভাবেই ম্যাগনেটিক লেন্থ জিওমেট্রিক লেন্থ থেকে ছোট হবে)।

39.নীচের কোনটিতে স্থায়ী চুম্বক ব্যবহার করা হয় না?
(A) পাউন্ড স্পিকারে
(B) জেনারেটরে
(C) হিটারে
(D) ট্রান্সফর্মারে

Ans- (D) ট্রান্সফর্মারে

40.বামহস্ত নিয়মে হাতের তর্জনী কি নির্দেশ করে?
(A) কারেন্ট
(B) ম্যাগনেটিক ফিল্ড
(C) ফোর্স (Force)
(D) All of the above

Ans- (B) ম্যাগনেটিক ফিল্ড
(বাম হাতের তর্জনী, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুষ্ঠকে পরস্পর সমকোণে রাখলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎ প্রবাহী Force -এর নির্দেশ করে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.