তড়িৎ চুম্বক ও চৌম্বকত্ব
21. পদার্থ যাদেরকে সহজেই ম্যাগনেটে পরিণত করা যায় তাদেরকে কি বলা হয়?
(A) Ferromagnetic
(B) Homomagnetic
(C) Magnetic
(D) Alconicolic
22.একটি লম্বভাবে দাঁড় করানো তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করলে যে তড়িৎ চুম্বকীয় শক্তি উৎপন্ন হয় তার চুম্বক লাইন গুলি-
(A) একক কেন্দ্রীয় বৃত্ত (Co-Centric) গুলির সমন্বয়ে তৈরি
(B) লম্বভাবে অবস্থানকারী দাগের সমন্বয়ে তৈরি
(C) পরস্পর একে অপরের ছেদ করে
(D) All of the above
23.একটি লম্বভাবে অবস্থানকারী তড়িৎ প্রবাহী তারের দ্বারা উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডের মান-
(A) কতটা কারেন্ট প্রবাহিত হয়েছে তার সঙ্গে সমানুপাতিক
(B) কতটা কারেন্ট প্রবাহিত হয়েছে তার সঙ্গে ব্যস্তানুপাতিক
(C) দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই
(D) None of these
24.একটি লম্বভাবে দাঁড় করানো তড়িৎ প্রবাহী তারের দ্বারা উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডের উপর অবস্থিত একটি পয়েন্ট-
(A) ম্যাগনেটিক প্রভাব কমতে থাকে যত তার থেকে দূরে যাবে।
(B) ম্যাগনেটিক প্রভাব বাড়তে থাকে যত তার থেকে দূরে যাবে।
(C) Both A & B
(D) None of these
25.একটি বৃত্তাকার কারেন্ট প্রবাহী তারের চৌম্বক ক্ষেত্রে প্রভাব তত বৃদ্ধি পাবে-
(A) যত তুমি তারের পাক সংখ্যা বাড়াবে
(B) যত ব্যাসার্ধের সংখ্যা কমানো যাবে
(C) Both A & B
(D) None of these
26.একটি তড়িৎ চুম্বকের শক্তি নির্ভর করে-
(A) তারের পাক সংখ্যার উপর
(B) তড়িৎ প্রবাহের উপর
(C) মেরু দুটির শূন্যস্থানের উপর
(D) All of the above
27.শক্তিশালী চুম্বক বানানোর জন্য নীচের কোনটি ব্যবহার করা হয়?
(A) অ্যালনিকো
(B) লোহা (Fe)
(C) নিকেল
(D) অ্যালুমিনিয়াম
28.অ্যালনিকোতে কিসের পরিমাণ বেশি থাকে?
(A) কোবাল্ট
(B) নিকেল
(C) লোহা
(D) Titanium
29.প্রাকৃতিক ম্যাগনেটকে কি বলা হয়?
(A) ম্যাগনেটাইট
(B) ফেরোটাইট
(C) Both B & D
(D) লোডস্টোন (Lodestone)
30.ফেরাটাইট (Ferrite)/Ceramic ম্যাগনেট নীচের কোনটি দিয়ে তৈরি হয়?
(A) হেমাটাইট
(B) আয়রন অক্সাইড
(C) সিডরাইট
(D) None of these