তড়িৎ চুম্বক ও চৌম্বকত্ব
তড়িৎ চুম্বক ও চৌম্বকত্ব সম্বন্ধীয় Science GK প্রশ্ন ও উত্তর
1.নীচের কোন পদার্থটি ম্যাগনেট দ্বারা আকর্ষিত হয়?
(A) স্টিল
(B) কোবাল্ট
(C) নিকেল
(D) All of the above
2.ম্যাগনেটের উত্তর মেরু হলো-
(A) ম্যাগনেটের যে মেরু উত্তর দিক নির্দেশ করে।
(B) ম্যাগনেটের যে মেরু দক্ষিণ দিক নির্দেশ করে।
(C) ম্যাগনেটের যে মেরু পূর্ব দিক নির্দেশ করে।
(D) ম্যাগনেটের যে মেরু উত্তর-পূর্ব দিক নির্দেশ করে।
3.”MRI”-এর সম্পূর্ণ নাম কি?
(A) Magnetic Resonance Imaging
(B) Magnetic Resonance Inference
(C) Meticulous Resonance Imaging
(D) Magnetic Reinforced Imaging
4.ম্যাগনেটিক ফিল্ড বলতে বোঝায়-
(A) যতটা ফিল্ডের মধ্যে ম্যাগনেটিক ফোর্স কাজ করে
(B) যতটা ইলেকট্রিক চার্জ একটি পদার্থকে দিতে হয় ম্যাগনেট করার জন্য
(C) দুটি মেরুর মধ্যবর্তী অংশ
(D) ম্যাগনেটের কেন্দ্রবিন্দুর চারপাশের অংশ
5.একটি ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের-
(A) কেবলমাত্র অভিমুখ আছে (Direction)
(B) কেবলমাত্র মান আছে (Magnitude)
(C) মান এবং অভিমুখ দুই-ই আছে
(D) মান এবং অভিমুখ কোনোটিই নেই
6.ম্যাগনেটিক ফ্লাক্স ঘনত্বের (Magnetic Flux density) -এর একক কি?
(A) Tesla
(B) Weber/Square Metre
(C) Weber
(D) Both A & B
7.CGS পদ্ধতিতে ম্যাগনেটিক ফ্লাক্সের একক কি?
(A) Weber
(B) Tesla
(C) Maxwell
(D) All of the above
8.1 Weber = ?
(A) 1 Volt-Sec
(B) 1 kg/sec
(C) 1 Ampere-scc
(D) None of these
9.1 Maxwell = কত ওয়েবার (Weber)?
(A) 10^(-4)
(B) 10^(-7)
(C) 10^(-6)
(D) 10^(-8)
10.একটি শক্তিশালী বার ম্যাগনেটকে লম্বভাবে কাঠের বোর্ডের উপর রাখা হলো।চুম্বক শক্তি চুম্বক রেখা গুলি হলো-
(A) ঐ কাঠ বোর্ডের উপর অবস্থান করবে
(B) চুম্বকের চারপাশে সব জায়গা জুড়ে অবস্থান করবে।
(C) চুম্বকের সাথে লম্বভাবে রেখা হিসেবে অবস্থান করবে
(D) All of the above