11. Electric Generator – এর কার্যপ্রণালী কিসের উপর নির্ভর করে?
(A) Electro-Magnetic Induction এর উপর
(B) Magnetic Induction এর উপর
(C) Induced Current এর উপর
(D) Magnetic Induced Current এর উপর
Ans-(A) Electro-Magnetic Induction এর উপর
(আমরা জানি তড়িElectric Generator সম্বন্ধীয় প্রশ্নৎ দিয়ে চুম্বকত্ব তৈরি করা যায়।কিন্তু এখানে ম্যাগনেট দিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয় আর একে বলা হয় Electro-Magnetic Induction। এবং এখানে যে Magnet শক্তি থেকে যে Current উৎপন্ন হচ্ছে একে বলা হয় Induced Current. অর্থাৎ ম্যাগনেটিভ ফিল্ড থেকে যে কারেন্ট তৈরি করা হয় তাকে বলা হয় Induced Current)।
12. তড়িৎ প্রবাহ চালু রাখার জন্য Ac Electric Generator-এ নিচের কোনটি ব্যবহার করা হয়?
(A) Cupper Coil
(B) কমিউটেটোর
(C) কার্বন ব্রাশ
(D) Slip Ring
Ans-(C) কার্বন ব্রাশ
(মনে রাখবে Dc Generator-এ ব্যবহার করা হয় কমিউটেটোর)।
13. আয়তকার কয়েলের একবার পূর্ন আবর্তনে তড়িৎ প্রবাহের দিক কতবার পরিবর্তিত হয়?
(A) 1/2 বার
(B) 2 বার
(C) 4 বার
(D) কোনো নির্দিষ্ট ভাবে বলা যাবে না
Ans-(B) 2 বার
(মনে রাখবে Half Rolation (অর্ধ আবর্তন)-এ একবার পরিবর্তিত হয় তাহলে 1 বার আবর্তনে 2 বার, 50 বার আবর্তনে 100 বার আবর্তিত হবে।অর্থাৎ আয়তকার কয়েলের যতবার আবর্তন বলবে তড়িৎ প্রবাহের দিক তার দ্বিগুণ আবর্তিত হবে)।
14. নিচের কোন পদ্ধতিতে একটি Ac Electric Generator -কে আরও শক্তিশালী করা যায়?
(A) স্থায়ী চুম্বকের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করে
(B) আয়তকার কয়েলের মধ্যে নরম লোহাকে ব্যবহার করে
(C) কয়েলের পাঁক সংখ্যা বাড়িয়ে
(D) উপরের সবগুলিই ব্যবহার করে
Ans-(D) উপরের সবগুলিই ব্যবহার করে
(আর একটা জিনিস ব্যবহার করে Ac Electric Generator -কে আরও শক্তিশালী করা যায় সেটা হলো কয়েলের ঘূর্ণন আরও দ্রুত করে। এই চারটি জিনিস ব্যবহার করে Ac Electric Generator -কে আরও শক্তিশালী করা যায়)।
15. কোন ধরণের জেনারেটরে কমিউটেটোর ব্যবহার করা হয়?
(A) Dc Generator -এ
(B) Ac Generator -এ
(C) Electric Generator -এ
(D) Dc Motor -এ
Ans-(A) Dc Generator -এ
(আর একটা জিনিসে কমিউটেটোর ব্যবহার করা হয় সেটা হলো Electric Motor -এ।* Ac Generator -এ কিন্তু কমিউটেটোর ব্যবহার করা হয় না, Ac Generator -এ ব্যবহার করা হয় কার্বন ব্রাশ)।
16. জেনেরাটার দ্বারা উৎপাদিত Electric Current -এর মান কিসের উপর নির্ভর করে না?
(A) স্লিপ রিঙের (Slip Ring) উপর
(B) কয়েলের তারের রোধাঙ্কের উপর
(C) গ্যালভানো মিটারের উপর
(D) চুম্বকের উপর
Ans-(B) কয়েলের তারের রোধাঙ্কের উপর
17. Ac Current -এর কম্পাঙ্ক কত?
(A) 50Hz
(B) 60Hz
(C) 0Hz
(D) 100Hz
Ans-(A) 50Hz
(50Hz এর মানে হচ্ছে 1 সেকেন্ডে ঐ কয়েলটা 50 বার পাঁক খায়)।
18. Dc Current -এর কম্পাঙ্ক কত?
(A) 50Hz
(B) 60Hz
(C) 0Hz
(D) 100Hz
Ans-(C) 0Hz
(কারণ Dc Current পাঁক খায় কিন্তু Direction Change হয় না।এই কারণে Dc Current -এর কম্পাঙ্ক শূন্য।* আর একটা জিনিস মাথায় রাখবে Dc Current -এ একদিকেই Current যায়)।
19. Electric Generator -এ গ্যালভানো মিটার ব্যবহার করা হয় কেনো?
(A) তড়িৎ প্রবাহকে শক্তিশালী করার জন্য
(B) গ্যালভানো মিটার Current উৎপাদনের ক্ষেত্রে সুবিধাজনক
(C) তড়িৎ প্রবাহের মান নির্ণয় করার জন্য
(D) তড়িৎ প্রবাহের দিক এবং তড়িৎ প্রবাহকে চিহ্নিত করার জন্য
Ans-(D) তড়িৎ প্রবাহের দিক এবং তড়িৎ প্রবাহকে চিহ্নিত করার জন্য
20. Ac Electric Generator -এ কমিউটেটোরের বদলে কি ব্যবহার করা হয়?
(A) Slip Ring
(B) কয়েলের Polarity
(C) কার্বন ব্রাশ
(D) চুম্বক
Ans-(C) কার্বন ব্রাশ
(এই কার্বন ব্রাশ কিন্তু Ac Electric Generator -এর মধ্যে ঘোরে না।এই কার্বন ব্রাশ ছাড়াও ঘোরে না চুম্বক ও গ্যালভানো মিটার।Ac Electric Generator -এর মধ্যে ঘোরে Slip Ring & Coil)।