Electric Generator সম্বন্ধীয় প্রশ্ন
1.Electric Generator কয় প্রকার?
(A) 2 প্রকার
(B) 3 প্রকার
(C) 4 প্রকার
(D) 5 প্রকার
2.Electric Generator এর ক্ষেত্রে নিচের কোনটি সত্য?
(A) ইলেকট্রিক জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিবর্তিত করে
(B) ইলেকট্রিক জেনারেটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিবর্তিত করে
(C) ইলেকট্রিক জেনারেটর ম্যাগনেটিভ ফিল্ড থেকে কারেন্ট কারেন্ট মাঝে মধ্যে তৈরি করে
(D) ইলেকট্রিক জেনারেটর গতি শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে
3.Ac Generator এর সম্পূর্ণ নাম কি?
(A) Automatic Current System
(B) All Time Current Generator
(C) Alternating Current Generator
(D) None of this
4.সাইকেলে ব্যবহৃত ডায়ানামো (Dynamo) হলো-
(A) Dc Generator
(B) একটি ছোট্ট ইলেকট্রিক জেনারেটর
(C) Dynamic Electric Generator
(D) ঘূর্ণয়ন জেনারেটর
5.একটি জেনারেটর নিচের কোনটির উপর কাজ করে?
(A) ম্যাগনেটিক ইন্ডাকশনের উপর
(B) তামার কয়েলের উপর
(C) ইলেকট্রো ম্যাগনেটিক ইন্ডাকশনের উপর
(D) Dynamic মোটরের উপর
6.একটি Ac Electric Generator এর মধ্যে যে কয়েল ব্যবহার করা হয় সেটির প্রকৃতি কি রূপ?
(A) অশ্বক্ষুরাকৃতির হয়
(B) আয়তকার হয়
(C) গোলাকার হয়
(D) অর্ধগলাকার হয়
7.একটি Ac Electric Generator এ নিন্মের কোনটি ঘূর্ণনশীল?
(A) Coil (আয়তকার কয়েল)
(B) কার্বন ব্রাশ
(C) Slip Ring
(D) Both A & C
8.একটি Ac Electric Generator এ নিন্মের কোনটি ঘূর্ণনশীল নয়?
(A) কার্বন ব্রাশ
(B) চুম্বক
(C) গ্যালভানো মিটার
(D) উপরের সব গুলিই
9.একটি Ac Electric Generator এ যে চুম্বক থাকে সেটা দেখতে কেমন হয়?
(A) অশ্বক্ষুরাকৃতির হয়
(B) আয়তকার হয়
(C) গোলাকার হয়
(D) অর্ধগলাকার হয়
10.Ac Electric Generator আয়তকার কয়েলটির অর্ধ আবর্তনের (Half Rolation) পর নিচের কোন গুলি পরিবর্তিত হয়?
(A) তড়িৎ প্রবাহের দিক
(B) কয়েলের Polarity
(C) তড়িৎ প্রবাহের শক্তি
(D) Both A & B