ব্রিটিশ আমলে ভারতের শিক্ষা ব্যবস্থা

51). টমাস ব্যাবিংটন মেকেলে কে ছিলেন?
(A) ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি
(B) লর্ড উইলিয়াম বেন্টিং এর আইনসচিব ও খ্যাতনামা পন্ডিত
(C) তিনি একজন ঘড়ি ব্যবসায়ী ছিলেন
(D) None of the above

Ans-(B) লর্ড উইলিয়াম বেন্টিং এর আইনসচিব ও খ্যাতনামা পন্ডিত

52). “প্রাচ্য – পাশ্চাত্য” বিতর্ক শুরু হয় 1813 খ্রিস্টাব্দে লর্ড হেস্টিংসের আমলে।এই বিতর্ক শেষ হয় কবে?
(A) 1833 খ্রিস্টাব্দে
(B) 1835 খ্রিস্টাব্দে
(C) 1839 খ্রিস্টাব্দে
(D) 1853 খ্রিস্টাব্দে
Ans-(C) 1839 খ্রিস্টাব্দে
(1839 খ্রিস্টাব্দের 24 শে নভেম্বর গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ডের মিনিটের মাধ্যমে “প্রাচ্য – পাশ্চাত্য” বিতর্কের অবসান হয়)।

53). ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কবে চালু হয়?
(A) 1857 খ্রিস্টাব্দে
(B) 1878 খ্রিস্টাব্দে
(B) 1903 খ্রিস্টাব্দে
(D) 1904 খ্রিস্টাব্দে
Ans-(D) 1904 খ্রিস্টাব্দে

54). “ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন”- কে চালু করেন?
(A) লর্ড লিটন
(B) লর্ড কার্জন
(C) লর্ড রামমোহন রায়
(D) লর্ড মিন্টো
Ans-(B) লর্ড কার্জন
(1904 খ্রিস্টাব্দে “ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন”-চালু করেন গভর্নর জেনারেল লর্ড কার্জন (1899 – 1905)।

55). “হিন্দু পেট্রিয়ট”- পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
(A) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(B) অমৃতলাল ঘোষ
(C) শিশির কুমার ঘোষ
(D) গিরিশচন্দ্র ঘোষ
Ans-(D) গিরিশচন্দ্র ঘোষ
(1853 সালের 6 ই জানুয়ারি “হিন্দু পেট্রিয়ট”-পত্রিকাটি কলকাতার মধুসূদন প্রেস থেকে প্রকাশিত হয় গিরিশচন্দ্র ঘোষের সম্পাদনায়।1855 সালে গিরিশচন্দ্র ঘোষের মৃত্যুর পর হরিশচন্দ্র মুখোপাধ্যায় এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পান।
* “হিন্দু পেট্রিয়ট”-পত্রিকাটি প্রথমে ছিল সাপ্তাহিক পত্রিকা কিন্তু 1892 সালে এই পরিকাটি দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়।
* “হিন্দু পেট্রিয়ট”- পত্রিকাটি বন্ধ হয়ে যায় 71 বছর পর 1924 সালে)।

56). “অমৃতবাজার পত্রিকার”- প্রথম সম্পাদক কে ছিলেন?
(A) মতিলাল ঘোষ
(B) অমৃতলাল ঘোষ
(C) শিশির কুমার ঘোষ
(D) গিরিশচন্দ্র ঘোষ
Ans-(C) শিশির কুমার ঘোষ
(শিশির কুমার ঘোষের সম্পাদনায় 1868 খ্রিস্টাব্দের 20 ই ফেব্রুয়ারি প্রথম প্রকাশিত হয় কলকাতা থেকে।
* এই পত্রিকাটি ছিল দৈনিক পত্রিকা।
* বাংলা এবং ইংরেজি এই দুটি ভাষায় “অমৃতবাজার পত্রিকা” টি প্রকাশিত হত।
* 1991 সালে এই জনপ্রিয় “অমৃতবাজার পত্রিকাটি”-বন্ধ হয়ে যায়)।

57). নীচের কে বা কারা “প্রাচ্য কলার”- প্রবক্তা?
(A) অবনীন্দ্রনাথ ঠাকুর
(B) নন্দলাল বসু
(C) Both A & B
(D) ধীরেন গোস্বামী
Ans-(C) Both A & B
(পাশ্চাত্য প্রভাব মুক্ত এবং সম্পূর্ণ ভারতীয় সনাতন চিন্তাধারা আদর্শ ও ঐতিহ্যে অনুপ্রাণিত হয়ে প্রাচ্য চিত্রকলার অঙ্কনের সূচনা করে অবনীন্দ্রনাথ ঠাকুর ও নন্দলাল বসু)।

58). কলকাতা সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
(A) 1824 খ্রিস্টাব্দে
(B) 1835 খ্রিস্টাব্দে
(C) 1857 খ্রিস্টাব্দে
(D) 1839 খ্রিস্টাব্দে
Ans-(A) 1824 খ্রিস্টাব্দে

59). কলকাতা সংস্কৃত কে প্রতিষ্ঠা করেন?
(A) লর্ড ক্যানিং
(B) লর্ড আর্মহাষ্ট
(C) উইলিয়াম বেন্টিং
(D) উইলসন
Ans-(D) উইলসন
(1824 খ্রিস্টাব্দে প্রাচ্যবাদী পন্ডিত উইলসন কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন।
* সংস্কৃত ভাষা চর্চা এবং শিক্ষাদান ছিল এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য)।

60). ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম প্রেসিডেন্সি ছিল-
(A) মাদ্রাজ
(B) কলকাতা
(C) হুগলী
(D) মুসলিপত্তনম
Ans-(A) মাদ্রাজ
(মাদ্রাজ প্রেসিডেন্সি স্থাপিত হয় 1640 সালে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.