ব্রিটিশ আমলে ভারতের শিক্ষা ব্যবস্থা
31). “স্কুল বুক সোসাইটি”- কে প্রতিষ্ঠা করেন?
(A) ওয়ারেন হেস্টিংস
(B) আলেকজান্ডার ডাফ
(C) ডেভিড হেয়ার
(D) স্যার উইলিয়াম জোন্স
32). “স্কুল বুক সোসাইটি”- কবে প্রতিষ্ঠা হয়?
(A) 1817 খ্রিস্টাব্দে
(B) 1819 খ্রিস্টাব্দে
(C) 1839 খ্রিস্টাব্দে
(D) 1818 খ্রিস্টাব্দে
33). “হিন্দু কলেজ”- কবে প্রতিষ্ঠিত হয়?
(A) 1817 খ্রিস্টাব্দে
(B) 1819 খ্রিস্টাব্দে
(C) 1839 খ্রিস্টাব্দে
(D) 1818 খ্রিস্টাব্দে
34. নিন্মের কে বা কারা হিন্দু কলেজ প্রতিষ্ঠার সাথে জড়িত?
(A) রাধকান্ত দেব & ডেভিড হেয়ার
(B) দ্বারকানাথ ঠাকুর
(C) বৈদ্যনাথ মুখোপাধ্যায়
(D) উপরের সবাই
35) হিন্দু কলেজ প্রতিষ্ঠার সাথে যিনি অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন,তিনি পেশায় সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ছিলেন।তিনি কে?
(A) রাধকান্ত দেব
(B) দ্বারকানাথ ঠাকুর
(C) বৈদ্যনাথ মুখোপাধ্যায়
(D) হাইড ইস্ট
36). হিন্দু কলেজের বর্তমান নাম কি?
(A) প্রেসিডেন্সি কলেজ
(B) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
(C) স্কটিশ কলেজ
(D) শ্রীরামপুর কলেজ
37). “জেনারেলের অ্যাসেমব্লিজ ইনস্টিটিশন”- প্রতিষ্ঠা করেন কে?
(A) রাধকান্ত দেব
(B) নাথ মুখোপাধ্যায়
(C) হাইড ইস্ট
(D) আলেকজান্ডার ডাফ
38). “জেনারেলের অ্যাসেমব্লিজ ইনস্টিটিশন”-কবে প্রতিষ্ঠিত হয়?
(A) 1829 সালে
(B) 1830 সালে
(C) 1813 সালে
(D) 1839 সালে
39). “জেনারেলের অ্যাসেমব্লিজ ইনস্টিটিশন”-এর বর্তমান নাম কী?
(A) বিদ্যাসাগর কলেজ
(B) স্কটিশ বিশ্ববিদ্যালয়
(C) স্কটিশ চার্চ কলেজ
(D) ফোর্ট উইলিয়াম কলেজ
40). কলকাতা অধিকারের পর সিরাজদ্দৌলা কাকে কলকাতার শাসনকর্তা নিয়োগ করেন?
(A) মানিকচাঁদকে
(B) রায় দুল্লভকে
(C) উমিচাঁদকে
(D) জগৎশেঠকে