Current Affairs Question 2019 (22 August)
All important Current Affairs Questions Quiz 22 August, 2019 in Bengali.
1. অনসুপা হ্রদ কোথায় অবস্থিত?
A. Jammu and Kashmir
B. Himachal Pradesh
C. Orissa
D. Karnataka
2. ওড়িশা সরকার নিচের কোন দুটি হ্রদকে সংযুক্ত করণের পরিকল্পনা করেছে?
A. চিল্কা ও অনসুপা
B. টীটীকাকা ও চিল্কা
C. টীটীকাকা ও অনসুপা
D. সুপিরিয়র হ্রদ
3. Edgar Chagwa Lungu তিন দিনের ভারত সফরে এসেছেন। তিনি কোন দেশের রাষ্ট্রপতি?
A. Kenya
B.Uganda
C. Zambia
D.Sudan
4. ভারতের দ্বিতীয় double-decker Uday Express কোন দুটি স্টেশনের মধ্যে চলবে?
A. Mumbai – Surat
B.Visakhapatnam-Vijayawada
C.Delhi- Udaypur
D.kanpur – varanashi
5. সম্প্রতি উইপ্রো কোন বিশবিদ্যালয়ের সঙ্গে Robotics ও 5G space নিয়ে গবেষণা করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে?
A. IIT Madras
B.IIT-Kharagpur
C.IIT-Ahmedabad
D. IISC Bangalore
6. সম্প্রতি ভোডাফোন আইডিয়া এর CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
A.Amar Nagpal
B.Sachin tejpal
C.ranjeet Pal
D.Ravindra Takkar
7. যুব দাবা চ্যাম্পিয়নশিপ (World Youth Chess Championship) কোথায় অনুষ্ঠিত হবে?
A.Kolkata
B.Mumbai
C.Chennai
D.Pune
8. Rajiv Gandhi Khel Ratna Award 2019 কাকে প্রদান করা হয়েছে?
A. Dipa Malik
B. Bajrang Punia
C. Hima Das
D. Both A and B
9. প্রথম এশিয়ান সাঁতারু যিনি আমেরিকার ক্যাটালিনা চ্যানেল পার করেছেন। তার নাম কি?
A. Nalin Lalik
B. Satendra Singh Lohia
C. Bimal Chandra
D.Subhash Batra
10. Rajib Gandhi Khel Ratna পুরস্কারের আর্থিক মূল্য কত টাকা?
A.8 লক্ষ
B.7.5 লক্ষ
C.9 লক্ষ
D.10 লক্ষ
11. প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল গৌর সম্প্রতি পরলোক গমন করেছেন। তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন?
A. M.P
B. U.P
C. উত্তরাখন্ড
D. হরিয়ানা
12. সম্প্রতি কাকে মেলবোর্ন ক্রিকেট ক্লাব এর Honorary Life Member করা হয়েছে?
A. মিচেল জনসন
B. মুথাইয়া মুরলীধরণ
C. লারা
D. স্টিভ স্মিথ
13. কর্ণাটক রাজ্য তামাকে পাওয়া নিকোটিন কে কোন শ্রেণীর বিষ হিসেবে ঘোষণা করেছে?
A. Class B
B. Class A
C. Class D
D. Class F
আরো পড়ুন Current Affairs Questions Quiz 2019 (January to June)