Current Affairs of the Day: 7 September 2019
Daily Current Affairs Questions in Bengali. Top current affairs of the day: 7 September 2019.
1. ” International Day of Charity”- কবে পালন করা হয়?
(A) 5 th সেপ্টেম্বর
(B) 4 th সেপ্টেম্বর
(C) 7 th সেপ্টেম্বর
(D) 6 th সেপ্টেম্বর
2. ” Lamp of Peace of Saint Francis Award 2019″ কে পেলো?
(A) শেখ হাসিনা
(B) আব্দুল কাদের
(C) মোহাম্মদ উইনিস
(D) ইমরান খান
3. ভারতীয় আর্মি সম্প্রতি অংশগ্রহণ করবে “TSENTR 2019”- এটি কোথায় অনুষ্ঠিত হবে?
(A) India
(B) Russia
(C) China
(D) London
4. ” Digi Smart”- Credit Card ” কোন ব্যাংক লঞ্চ করলো?
(A) ইন্ডিয়ান ব্যাংক
(B) ইউকো ব্যাংক
(C) SBI ব্যাংক
(D) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
5. ” World Economic Forum (WEF) এর বিচারে “World Travel & Tourism Competitiveness Index 2019” এ ভারতের Rank কত?
(A) 32
(B) 34
(C) 36
(D) 38
6. কোন রাজ্যের “Disaster Management Authority” পেলো IT Excellence Award?
(A) আসাম
(B) বাংলা
(C) উড়িষ্যা
(D) নাগাল্যান্ড
7. 5 তম “Eastern Economic Forum”- কোথায় অনুষ্ঠিত হলো?
(A) জার্মানিতে
(B) নিউ দিল্লীতে
(C) নিউ ইয়র্কে
(D) রাশিয়াতে
8. টেস্ট ক্রিকেটের ইতিহাসে কে সবচেয়ে কম বয়সী ক্যাপ্টেন হলেন?
(A) ইউসুরু উদানা
(B) বাবর আজম
(C) রশিদ খান
(D) আদিল রশিদ
9. সম্প্রতি কোন আফগানি ক্রিকেটার টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি হাকালেন ?
(A) রশিদ খান
(B) আসগর আফগান
(C) মুজিবুর রহমান
(D) রহমত শেখ
10. CBI কোথায় প্রথম “National Conference on Cyber Crime Investigation and Cyber Forensics”- উদ্বোধন করলেন?
(A) আসামে
(B) নিউ দিল্লিতে
(C) পটনাতে
(D) চন্ডীগড়ে
Read September 2019 full month current affairs.
Monthly Current Affairs | Daily Current Affairs 2019 |
Top GK Questions in Bengali | RRB Previous Year Questions |
আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন https://t.me/gkbangla1