Current Affairs of The Day: 5 September 2019

11. Government of India AIDS ও ম্যালেরিয়া গ্লোবাল ফান্ডে কত মিলিয়ন US ডলার দেওয়ার কথা ঘোষণা করেছে?
(A) 52
(B) 42
(C) 22
(D) 31

Ans- (C) 22 মিলিয়ন US ডলার দেওয়ার কথা ঘোষণা করেছে।(বর্তমানে ভারতের Health Minister রয়েছে হর্ষবর্ধন জী)।

12. “Association of World Election Bodies”(AWEB) এর চেয়ারম্যান কে হয়েছেন?
(A) দেবব্রত চ্যাটার্জী
(B) সুলীল অরোরা
(B) সুশীল সেন
(D) অমৃত গোয়েল
Ans- (B) সুলীল অরোরা

13. সম্প্রতি ভারতীয় আর্মির ঘোষণা অনুযায়ী 100 জন মহিলা সৈনিকের প্রথম ব্যাচ কবে অনুমোদন পাবে?
(A) মার্চ 2021
(B) জুন 2023
(C) ফেব্রুয়ারি 2022
(D) মার্চ 2020
Ans- (A) মার্চ 2021 সালে

14. “Swachh Iconic Pleace” এ কোন জায়গা টপ পজিশন পেলো?
(A) জিম করবেট ন্যাশনাল পার্ক
(B) চন্ডীগড় হাইওয়ে
(C) শ্রীমতা বৈষ্ণবী দেবী মন্দির
(D) মীনাক্ষী দেবীর মন্দির
Ans- (C) শ্রী মাতা বৈষ্ণবী দেবী মন্দির (এটি জম্মু কাশ্মীরে অবস্থিত)। This list Released by the Ministry of Jal Shakti, Department of Drinking water and Sanitation )।

15. 15 তম ভারত আমেরিকা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যুদ্ধ অভ্যাস কোথায় শুরু হবে?
(A) নিউ দিল্লি
(B) লন্ডনে
(C) দেরাদুন
(D) ওয়াসিংটন
Ans- (D) ওয়াসিংটনে( USA)। Chief of the Army Staff of India: General Bipin Rawat. Chief of Staff for the U.S A Army Mark A Milley)

16. সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার T-20 ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিলেন?
(A) ঝুলন গোস্বামি
(B) মিতালী রাজ
(C) স্মৃতি মন্দনা
(D) রবীন্দ্র জাদেজা
Ans- (B) মিতালী রাজ (বর্তমানে ভারতীয় দলের অধিনায়ক)।

17. ” Joint India New Development Bank”(NDB) কোথায় অনুষ্ঠিত হলো?
(A) নিউ ইয়র্ক
(B) নিউ দিল্লিতে
(C) জাপানে
(D) ভুপালে
Ans- (B) নিউ দিল্লিতে( President of NDB K.V. Kamath and Headquarters Shanghi, China)।

18. “Nukhali”- উৎসব কোথায় অনুষ্ঠিত হলো?
(A) তামিলনাডু
(B) উড়িষ্যা
(C) করলে
(D) অন্ধ্রপ্রদেশ
Ans- (B) উড়িষ্যা( Nuakhali”, A Harvest festival welcoming the new Crop, Celebrated in Odisha). উড়িষ্যার Chief Minister হলেন নবীন পট্টনায়েক।

19. সম্প্রতি পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের হেড কোচ কে হলেন?
(A) মিসবা উল হক
(B) ইনজামাম উল হক
(C) ওয়াকার ইউনুস
(D) সালমান বাট
Ans- (A) মিসবা উল হক (এছাড়াও মিসবা উল হক পাকিস্তানের Chief Selector হয়েছেন। এবং বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ওয়াকার ইউনুস)।

20. সম্প্রতি” Global Goalkeeper Award” কে পেলেন?
(A) রাম নাথ কোবিন্দ
(B) নরেন্দ্র মোদী
(C) হর্ষবর্ধন জী
(D) স্মৃতি ইরানী
Ans- (B) নরেন্দ্র মোদী (ভারতের প্রধানমন্ত্রী) He will be Felicitated by the Bill and Milinda Gates Foundation for this leadership and Commitment to the “Swachh Bharat Abhiyaan”)।

Read September 2019 full month current affairs.

Monthly Current Affairs  Daily Current Affairs 2019
Top GK Questions in BengaliRRB Previous Year Questions

আমাদের টেলিগ্রাম Group  জয়েন করুন https://t.me/gkbangla1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.