Current Affairs Of the Day: 31 October 2019
1. ভারতীয় সেনা কোনদিন Infantry Day (পদাতিক সৈন্যবাহিনী দিবস) পালন করে?
(A) 27 অক্টোবর
(B) 25 অক্টোবর
(C) 28 অক্টোবর
(D) 29 অক্টোবর
2. World Stroke Day প্রতিবছর কোন দিনে পালন করা হয়?
(A) 27 অক্টোবর
(B) 25 অক্টোবর
(C) 28 অক্টোবর
(D) 29 অক্টোবর
3. নবমতম বাংলাদেশ-ভারত মৈত্রী বৈঠক ২০১৯ কোথায় অনুষ্ঠিত হবে?
(A) ঢাকা
(B) দিল্লি
(C) কক্সবাজার
(D) কলকাতা
4. তৃতীয় “Future Investment Initiative Forum 2019” কোথায় অনুষ্ঠিত হল?
(A) দিল্লি
(B) দুবাই
(C) রিয়াদ
(D) কাতার
5. নিচের কোন রাজ্য “Drink From the Tap Mission” এর জন্য UNICEF এর সাথে চুক্তি করল?
(A) ওড়িষ্যা
(B) কেরল
(C) রাজস্থান
(D) গুজরাট
6. Maxico Grand Prix 2019 কে জিতল?
(A) Lewis Hamilton
(B) Valtteri Vottas
(C) Sebastian Vettel
(D) Max Varstappen
7. নিচের কোন উত্তর-পূর্বীয় রাজ্য সম্প্রতি মধ্যপ্রদেশের সাথে “এক ভারত শ্রেষ্ঠ ভারত” প্রোগ্রামের জন্য চুক্তি করল?
(A) নাগাল্যান্ড
(B) ত্রিপুরা
(C) আসাম
(D) মিজোরাম
8. International Atomic Energy Agency(IAEA) এর নতুন Director General কাকে করা হল?
(A) Scott Pruitt
(B) Rafael Grossi
(C) John Muri
(D) কেউই নন
9. ICC সম্প্রতি কোন ক্রিকেটার কে “Anti Corruption Code” অনুসারে দোষী হওয়ায় দুই বছরের জন্য সাসপেন্ড করল?
(A) শ্রীসন্থ
(B) মালিঙ্গা
(C) সাকিব আল হাসান
(D) মুস্তাফিজুর রহমান
10. প্রথম লাদাখ লিটারেচার ফেস্টিভ্যাল (Ladakh Literature Festival) কোথায় অনুষ্ঠিত হবে?
(A) Leh Palace
(B) Thisay Monastery
(C) Pangong Lake
(D) Spituk Monastery
আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন https://t.me/gkbangla1
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | রেলের বিগত বছরের প্রশ্ন ও উত্তর |
ইতিহাস প্রশ্ন ও উত্তর | ভূগোল প্রশ্ন ও উত্তর |