Current Affairs of the Day: 31 August 2019

Monthly Current Affairs  Daily Current Affairs 2019
Top GK Questions in BengaliRRB Previous Year Questions

11. সম্প্রতি Takehiko Nakao প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করলেন। ইনি কোন সংস্থার প্রেসিডেন্ট?
A. World Bank
B. Asian Development Bank
C. Europian Union
D. World Trade Organization

Ans- B. Asian Development Bank ( Asian Development Bank এর সদর দপ্তর ফিলিপিন্সের মানিলা শহরে। )

12. নিচের কোন রাজ্য ডেঙ্গু মশা নিধনের জন্য “10 Hapte, 10 Baje, 10 Minute” নামক প্রচার অভিযান শুরু করল?
A.Kerala
B.Delhi
C.TamilNadu
D.Bihar
Ans- B.Delhi (দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং লেফটেন্যান্ট গভর্নর অনিল বেজাল)

13. এ বছর নিত্তেন কীর্তনে (Nitten Kirrtane) ধ্যান চাঁদ পুরস্কার পেলেন। ইনি কোন খেলার সাথে যুক্ত?
A. ব্যাডমিন্টন
B. টেনিস
C. রেসলিং
D. হকি
Ans- B. টেনিস ( এ বছর মোট পাঁচজন ক্রীড়াবিদ এই পুরস্কার পেলেন।

14.নিচের কোন ডকুমেন্টরি ফিল্মটি ৩০ মিনিট ক্যাটেগরিতে ” We Care Film Festival on Desability Issues” এ সেরার পুরস্কার পেল?
A. I,m Jeeja
B. India,s Daughter
C. Man of Wire
D. Nomad
Ans- A. I,m Jeeja (এই ছবিটির পরিচালক স্বতী চক্রবর্তী)

15. ভারতের সবচেয়ে উঁচু সাইক্লিং ট্র্যাক কোথায় তৈরি হয়েছে?
A. লেহ
B. মানালি
C. সিমলা
D. নৈনিতাল
Ans-
B. মানালি (এই ট্রাকের উচ্চতা ৯০০০ ফুট )

Join Our Telegram Group https://t.me/gkbangla1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.