Current Affairs of the Day: 31 August 2019
Daily Current affairs questions in Bengali, 31st August 2019.
1. World Skills competition এ অশ্বথ নারায়ণ কোন পুরস্কার জিতেছেন?
A.Silver
B.Gold
C.Bronze
D.কোনটিই নয়
2. অক্টোবর থেকে DTDC তে নারীদের জন্য বিনামূল্যে যাত্রার অনুমোদন দিল কোন রাজ্য সরকার?
A.Kerala
B.Delhi
C.TamilNadu
D.Bihar
3. কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি কোন দেশ ভ্রমণ করলেন ইস্পাত ও এনার্জি ক্ষেত্রে সহযোগিতার জন্য?
A.Saudi Arabia
B.Pakistan
C.Russia
D.Indonesia
4.কোন দেশ সম্প্রতি ব্যালিস্টিক মিসাইল Ghaznavi এর সফল পরীক্ষা চালাল?
A.Saudi Arabia
B.Pakistan
C.Iran
D.Iraq
5.ব্যালিস্টিক মিসাইল Ghaznavi এর রেঞ্জ কত কিলোমিটার?
A.220
B.290
C.300
D.360
6. World Skills competition 2019 কোথায় অনুষ্টিত হল?
A.Kazan, Russia
B.Rome, Italy
C.New Delhi, India
D.Manila, Philippines
A.Kazan, Russia
7. সম্প্রতি কোন বিমান সংস্থা বিমানে single-use প্লাষ্টিক এর ব্যবহার নিষিদ্ধ করল?
A.Jet airways
B.IndiGo
C.Spice Jet
D.Air India
8. মহিলাদের ফ্রিতে বাস ভ্রমণের সুবিধা দেওয়ার জন্য দিল্লি সরকারের মোট কত কোটি টাকা খরচ হচ্ছে?
A.Rs.200 crore
B.Rs.290 crore
C.Rs.320 crore
D.Rs.380 crore
9. ভারত সরকার Coal mining এর ক্ষেত্রে কত শতাংশ FDI (Foreign Direct Investment) এর অনুমোদন দিল?
A. 100%
B. 90%
C. 85%
D. 95%
10. ফ্রান্স সরকার তাদের সংসদে একটি বিল পেশ করেছে পার্লামেন্টের সদস্য সংখ্যা কম করার জন্য। ফ্রান্স সরকার মোট কত % সদস্য কম করতে চায়?
A. ১০%
B. ২০%
C. ২৫%
D. ১৫%
Pages: 1 2