Current Affairs of the Day: 3 September 2019

Daily Current Affairs questions in Bengali. Top current affairs of the day: 3 September 2019.

1. বিশ্বের প্রথম “Garbage Cafe’ কোথায় খোলা হয়েছে?
(A) ছত্রিশগড়
(B) রাজস্থান
(C) মধ্যপ্রদেশ
(D) আহমেদাবাদে

Ans-(A) ছত্রিশগড়(এটি খোলা হয়েছে ছত্রিশগড়ের অম্বিকাপুর মিউনিসিপ্যাল করপোরেশনের উদ্যোগে। ছত্রিশগড়ের বর্তমানে Chief Minister রয়েছেন ভূপেশ বাঘেল এবং রাজ্যের রাজ্যপাল হলেন Anusuiya Uikey)।

2. IPSOS এর “Global Happiness Survey” তে ভারতের Rank কত?
(A) 8
(B) 9
(C) 10
(D) 12
Ans-(B) 9 ( ভারতের পার্সেন্টেন্স আগে ছিল 83% এখন তা দাঁড়িয়েছে 77%।এই সার্ভেতে আমেরিকা ও কানাডা Top Rank এ রয়েছে এদের পার্সেন্টেন্স হলো 86% এবং সর্বনিম্ন স্থানে রয়েছে রাশিয়া, রাশিয়ার পার্সেন্টেন্স হলো 47%)।

3. সম্প্রতি আর্মি স্টাফের ভাইস স্টাফ কে হলেন?
(A) বিপিন রাওয়াত
(B) করমবীর সিং
(C) মুকুন্দ নারভানে
(D) জসপাল যাদব
Ans-(C) মুকুন্দ নারভানে ( Chief of the Army Staff General Bipin Rawat)।

4. BSF(Boarder security Forces) এর Director General (DG) কে হলেন ?
(A) রজনীকান্ত মিশ্র
(B) রাজীব গাবা
(C) রাজীব হায়দার
(D) বিবেক কুমার জোহরি
Ans-(D) বিবেক কুমার জোহরি( BSF এর হেড কোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে এবং এটি প্রতিষ্ঠিত হয় 1 লা ডিসেম্বর1965 সালে)।

5. “Association of World Election Bodies”এর 4th General Assembly কোথায় অনুষ্ঠিত হল?
(A) উত্তরপ্রদেশ
(B) কলকাতা
(C) বেঙ্গালুরু
(D) চেন্নাই
Ans-(C) বেঙ্গালুরু(এটি হোস্ট করেছিলেন Election Commission of India. Chief Election Commissioner of India : Sunil Arora)।
AWEB স্থাপিত হয় 14 ই অক্টোবর 2013 সালে। Permanent Secretariat of Seoul, South Korea)।

6. সম্প্রতি কোন ভারতীয় ফাস্ট বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করলো?
(A) মহম্মদ স্বামী
(B) ভুবেনস্বর কুমার
(C) জশপ্রীত বুমরা
(D) খলিল আহমেদ
Ans-(C) জশপ্রীত বুমরা ( ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি এই নজির গড়লেন। এর আগে এই কৃতিত্ব রয়েছে ভারতের হরভজন সিং এবং ইরফান পাঠানের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে)।

7. ” A Short History of Indian Railway”- বইটির লেখক কে?
(A) অম্বিকা বি সোনি
(B) রাজেন্দ্র বি আকল্কের
(C) সুরেশ মাল্লাই
(D) যোগেশ বাখলে
Ans-(B) রাজেন্দ্র বি আকল্কের

8. সম্প্রতি Belgian Grand Prix ( Formula 1 Championship)এ কে সোনা জিতলো?
(A) মার্ক হ্যামিল্টন
(B) জর্জ হ্যামিল্টন
(C) সেভিস্তিয়ান
(D) চার্লস লেক্লার্ক
Ans-(D) চার্লস লেক্লার্ক( ইনি ফেরারি গাড়ি চালান)।

9. গগনযান মিশনের জন্য কোন দেশ Astronaut দের ট্রেনিং দেবে?
(A) রাশিয়া
(B) জাপান
(C) ইতালি
(D) ডেনমার্ক
Ans-(A) রাশিয়া (এই গণনযান শুরু করবে ভারতীয় মহাকাশ সংস্থা ISRO। এটি শুরু হবে 2021 সালে। এটি নাসার স্পেস সেন্টার এর আদলে মহাকাশে একটি স্পেস সেন্টার তৈরি করবে ভারত, যেখানে মহাকাশচারীরা গিয়ে গবেষণা করবে। বর্তমানে ইস্রোর (ISRO) সদর দপ্তর বা হেড কোয়ার্টার রয়েছে বেঙ্গালুরুতে। বর্তমানে এর চেয়ারম্যান রয়েছেন K. Sivan. এটি প্রতিষ্ঠিত হয় 1969 সালে)।

10. 2022 সালের মধ্যে কতগুলি শহর Central Government Health Scheme এর আওতায় আসবে?
(A) 35 টি
(B) 65 টি
(C) 100 টি
(D) 95 টি
Ans-(C) 100 টি (বর্তমানে Union Minister of health and Family Welfare মন্ত্রী রয়েছেন হর্ষবর্ধনজী)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.