Current Affairs of the Day: 3 November 2019
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | রেলের বিগত বছরের প্রশ্ন ও উত্তর |
ইতিহাস প্রশ্ন ও উত্তর | ভূগোল প্রশ্ন ও উত্তর |
1. সম্প্রতি বিজু খোটে মারা গেলেন। ইনি নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন?
(A) সংগীত
(B) অভিনেতা
(C) চিত্রকর
(D) কবি
2. ২০১৯ সালে মহাত্মা গান্ধীর কততম জন্ম জয়ন্তী পালন করা হল?
(A) 150
(B) 155
(C) 175
(D) 140
3. বর্জ্য প্লাস্টিক দিয়ে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় চরকার (spinning wheel ) উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী। এটি কোথায় তৈরি হয়েছে?
(A) গান্ধীনগর
(B) আহমেদাবাদ
(C) নয়ডা
(D) লখনৌ
4. প্রথম ভারতীয় ব্যাঙ্ক যেটি অস্ট্রেলিয়ায় অফিস খুলল?
(A) IDBI
(B) State Bank of India
(C) Punjab National Bank
(D) PayTM Bank
5. International Monetary Fund (IMF) এর India শাখার জন্য executive director করা হল কাকে?
(A) অরবিন্দ ভিরমানি
(B) অজিত পাতিল
(C) সুরজিৎ ভাল্লা
(D) পবন কাপুর
6. সম্প্রতি Jessye Norman পরলোক গমন করলেন। ইনি নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন?
(A) সংগীত
(B) অভিনেতা
(C) চিত্রকর
(D) কবি
7. সম্প্রতি গুরুদাস দাসগুপ্ত মারা গেলেন। ইনি কিসের সাথে যুক্ত ছিলেন ?
(A) রাজনীতি
(B) খেলা
(C) সাহিত্যিক
(D) সংগীতজ্ঞ
8. আন্তর্জাতিক কফি দিবস (International Coffee Day) পালন করা হয় কোন দিন?
(A) 1 October
(B) 31 September
(C) 2 October
(D) 3 October
9. সম্প্রতি নিচের কোন ব্যাঙ্ক ডিজিটাল ফিক্সড ডিপোজিট প্রোডাক্ট লঞ্জ করল যার নাম “Express FD”?
(A) Axis Bank of India
(B) State Bank of India
(C) PNB
(D) Andhra Bank
10. World Trade Organization (WTO) বৈশ্বিক বাণিজ্য 2.6% থেকে কমে কত % হওয়ার ইঙ্গিত দিয়েছে?
(A) 2.5%
(B) 1.2%
(C) 2%
(D) 2.2%
আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন https://t.me/gkbangla1