Current Affairs of the Day 28th August 2019

11.মাইক্রোসফট কোম্পানি কত জন সরকারি কর্মীচারীকে ট্রেনিং দেবে Artificial Intelligence Computing Skills এর জন্য?
(A) 300 জনকে
(B) 3000 জনকে
(C) 500 জনকে
(D) 5000 জনকে

Ans- (C) 500 জনকে

12. কোন কোম্পানি প্রাক্তন সেনাদের রোজগার দেওয়ার জন্য “Military Veterans Employment” লঞ্চ করলো?
(A) Flipkart
(B) Amazon
(C) Google
(D) Paytm
Ans- (B) Amazon (Amazon এর প্রতিষ্ঠাতা হলেন Jeff Bezos।ইনি বর্তমানে এই কোম্পানির CEO পদে রয়েছেন। এই Amazon কোম্পানি Established হয় 5th জুলাই 1994 সালে)।

13. কোন ব্যাংক সম্প্রতি ভারতে পৃথক ATM থেকে টাকা তোলার সময় (OTP) One Time Pasward এর সুবিধা চালু করলো?
(A) কানাড়া ব্যাংক
(B) ব্যাংক অফ ইন্ডিয়া
(C) ভারতীয় স্টেট ব্যাংক
(D) এলাহাবাদ ব্যাংক
Ans- (A) কানাড়া ব্যাংক ( এই ব্যাংকের হেড কোয়ার্টার ব্যাঙ্গালোরে(কর্ণাটক)। এর চেয়ারপারসন হলেন T.M. Monoharan। এবং এই ব্যাংকের MD ও CEO হলেন শঙ্কর নারায়ণ )।

14. কোন রাজ্য সরকার বিশেষ শিক্ষাদানের জন্য TV চ্যানেলে চালু করলো?
(A) তামিলনাডু
(B) অন্ধ্রপ্রদেশ
(C) মধ্যপ্রদেশ
(D) উত্তরপ্রদেশ
Ans- (A) তামিলনাডু( তামিলনাডুর বর্তমান Chief Minister হলেন E K Plamsis Wami Governor হলেন Banwarilar Purohit এই রাজ্যের ক্যাপিটল হলো Chennai। এই তামিলনাডু রাজ্যটি কর্ণাটক, কেরালা,ও অন্ধপ্রদেশ এই তিনটি রাজ্যের সীমানা স্পর্শ করেছে)।

5. Paytm এর নতুন অধ্যক্ষ কে নিযুক্ত হলেন?
(A) সুকান্ত মেহেতা
(B) রাজীব বলগান
(C) ইন্দ্র কুমার মাঝি
(D) অমিত নায়র
Ans- (D) অমিত নায়র(Paytm এর স্থপতি হলে বিজয় শেখর শৰ্মা।এর হেড কোয়ার্টার নয়ডাম। এটি প্রতিষ্টিত হয় 2010 সালে)।

প্রতিদিন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন

Click here to read more Current Affairs Questions

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.