Current affairs of The Day: 28 September 2019

1.” Reset : Regaining India’s Economic Legacy”- বইটির লেখক কে?
(A) সুষমা মহাপাত্র
(B) অম্বিকা সোনি
(C) সুব্রমনিয়ান স্বামী
(D) শশী থারুর

Ans- =(C) সুব্রমনিয়ান স্বামী (বিজেপি সাংসদ).
বইটি প্রকাশ করেছেন রূপা পাবলিকেশন ইন ইন্ডিয়া)।

2. ভারতের কোস্ট গার্ডের জন্য”Varaha”-নামক জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কে?
(A) নরেন্দ্র মোদী
(B) রাজনাথ সিং
(C) অমিত শাহ
(D) অক্ষয় কুমার
Ans- =(B) রাজনাথ সিং (ভারতের প্রতিরক্ষা মন্ত্রী )।
কোস্ট গার্ড স্থাপিত হয় 1978 সালের 18 ই আগস্ট( Interim Coast guard Establish in 1 February 1977), Regional Headquarters : 3 টি), হেলিকপ্টারের সংখ্যা 21 টি, হেড কোয়ার্টার নিউ দিল্লিতে, প্রেসিডেন্ট আছেন জয়ন্তী নটরাজন)।

3. “মুখ্যমন্ত্রী স্ট্রিট লাইট যোজনা”- ঘোষণা করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
(A) দিল্লির মুখ্যমন্ত্রী
(B) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
(C) গোয়ার মুখ্যমন্ত্রী
(D) গুজরাটের মুখ্যমন্ত্রী
Ans- =(A) দিল্লির মুখ্যমন্ত্রী (অরবিন্দ কেজরিওয়াল। )
অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন রাস্তার পাশে 2 লক্ষ লাইট লাগানো হবে)।

4. সম্প্রতি ” Honda Company”- ঘোষণা করেছেন 2021 এ কোন মহাদেশে ডিজেল চালিত গাড়ি বিক্রি বন্ধ করে দেবে?
(A) আফ্রিকা মহাদেশে
(B) এশিয়া মহাদেশে
(C) আমেরিকা মহাদেশে
(D) ইউরোপ মহাদেশে
Ans- =(D) ইউরোপ মহাদেশে(Honda হলো জাপানের কোম্পানী)।

5. সম্প্রতি কোথায় ” Malabar 2019″- নামের ত্রিপাক্ষিক সেনা অনুশীলন শুরু হলো?
(A) ভারতে
(B) আমেরিকাতে
(C) বেজিং এ
(D) জাপানে
Ans- =(D) জাপানে (এটি অনুষ্ঠিত হয়েছে জাপানের রাজধানী টোকিওতে)
এই ত্রিপাক্ষিক সেনা অনুশীলনের তিনটি দেশ হলো: ভারত, আমেরিকা এবং জাপান)।

6. পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হিসেবে কে নিযুক্ত হলেন?
(A) রাজীব সিনহা
(B) নাসিম জাইদি
(C) দেবব্রত সেনগুপ্ত
(D) জগবীর সিং
Ans- (A) রাজীব সিনহা (বর্তমান রাজ্যপাল : জাগদীপ ধানকার)

7. কোথায় তারামাছ আকৃতির বিমান বন্দর উদ্বোধন করা হলো?
(A) জাপানের টোকিওতে
(B) রাশিয়ার মস্কোতে
(C) চীনের বেজিং এ
(D) নেপালের কাঠমান্ডুতে
Ans- =(C) চীনের বেজিং এ
(চীনের প্রেসিডেন্ট :শি জিনপিং (ইনিই এই বিমান বন্দরের উদ্বোধন করেন)
প্রধানমন্ত্রী : লি কিয়াং(Li keqiang), সরকারী ভাষা : মান্দারিন (সারা পৃথিবীতে এই মান্দারিন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথায় বলে)।

8. “VISA” নামক Payment Company”র- ব্র্যান্ড আম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
(A) জশপ্রীত বুমরাহ
(B) গোবিন্দা
(C) পি.ভি. সিন্ধু
(D) মালাইকা অরোরাও
Ans- =(C) পি.ভি. সিন্ধু (দু বছরের জন্য ব্র্যান্ড আম্বাসেডার করা হলো)।

9. “IAAF Veteran Pin Award”- এ সম্মানিত হলেন কে?
(A) পি.ভি.সিন্ধু
(B) পি.টি.ঊষা
(C) অনুসুয়া গোয়েল
(D) রাজীব গোয়েল
Ans- (B) পি.টি.ঊষা
( Full from of IAAF International Association of Atheletics Federation)। এবার world Atheletics Championship অনুষ্ঠিত হয়েছে কাতারের দোহাতে), Headquarter of IAAF Monaco, President of IAAF Sebastian Coe , Establish in IAAF 17 july 1912 Stockholm in Sweden)।

10. কোন দেশ স্পেস স্টেশনের জন্য ” বিশ্বের সবচেয়ে বড়ো পরিবহন মহাকাশযান”- উৎক্ষেপণ করেছে ?
(A) জাপান
(B) ইতালি
(C) সুইডেন
Ans- =(D) মার্কিনযুক্তরাস্ট্র
(A) জাপান ( এটি অনুষ্ঠিত হয় জাপানের রাজধানী টোকিওতে)।
প্রধানমন্ত্রী : সিনজো আবে
মুদ্রা : জাপানী ইয়েন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.