Current affairs of The Day: 28 September 2019
1.” Reset : Regaining India’s Economic Legacy”- বইটির লেখক কে?
(A) সুষমা মহাপাত্র
(B) অম্বিকা সোনি
(C) সুব্রমনিয়ান স্বামী
(D) শশী থারুর
2. ভারতের কোস্ট গার্ডের জন্য”Varaha”-নামক জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কে?
(A) নরেন্দ্র মোদী
(B) রাজনাথ সিং
(C) অমিত শাহ
(D) অক্ষয় কুমার
3. “মুখ্যমন্ত্রী স্ট্রিট লাইট যোজনা”- ঘোষণা করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
(A) দিল্লির মুখ্যমন্ত্রী
(B) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
(C) গোয়ার মুখ্যমন্ত্রী
(D) গুজরাটের মুখ্যমন্ত্রী
4. সম্প্রতি ” Honda Company”- ঘোষণা করেছেন 2021 এ কোন মহাদেশে ডিজেল চালিত গাড়ি বিক্রি বন্ধ করে দেবে?
(A) আফ্রিকা মহাদেশে
(B) এশিয়া মহাদেশে
(C) আমেরিকা মহাদেশে
(D) ইউরোপ মহাদেশে
5. সম্প্রতি কোথায় ” Malabar 2019″- নামের ত্রিপাক্ষিক সেনা অনুশীলন শুরু হলো?
(A) ভারতে
(B) আমেরিকাতে
(C) বেজিং এ
(D) জাপানে
6. পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হিসেবে কে নিযুক্ত হলেন?
(A) রাজীব সিনহা
(B) নাসিম জাইদি
(C) দেবব্রত সেনগুপ্ত
(D) জগবীর সিং
7. কোথায় তারামাছ আকৃতির বিমান বন্দর উদ্বোধন করা হলো?
(A) জাপানের টোকিওতে
(B) রাশিয়ার মস্কোতে
(C) চীনের বেজিং এ
(D) নেপালের কাঠমান্ডুতে
8. “VISA” নামক Payment Company”র- ব্র্যান্ড আম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
(A) জশপ্রীত বুমরাহ
(B) গোবিন্দা
(C) পি.ভি. সিন্ধু
(D) মালাইকা অরোরাও
9. “IAAF Veteran Pin Award”- এ সম্মানিত হলেন কে?
(A) পি.ভি.সিন্ধু
(B) পি.টি.ঊষা
(C) অনুসুয়া গোয়েল
(D) রাজীব গোয়েল
10. কোন দেশ স্পেস স্টেশনের জন্য ” বিশ্বের সবচেয়ে বড়ো পরিবহন মহাকাশযান”- উৎক্ষেপণ করেছে ?
(A) জাপান
(B) ইতালি
(C) সুইডেন