Current Affairs of the Day 26th August 2019
11. সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় “Rupay Card” লঞ্চ করলেন?
(A) বাহারিন
(B) U.K.
(C) UAE
(D) ফ্রান্স
12. ” Eminent Engineer Award 2019″ -কে পেল?
(A) প্রবাস সিং
(D) জয়দেব সিং
(C) কিরণ বেদী
13. 200 বছরের পুরনো শ্রী নাথজী মন্দিরের রক্ষণাবেক্ষনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী $42 মিলিয়ন ডলার দেওয়ার কথা ঘোষণা করলেন। শ্রী নাথজী মন্দির কোথায় অবস্থিত?
(A) বাহারিন
(B) মুম্বাই
(C) আবুধাবী
(D) মস্কো
14. আব্দুল্লা হামদক সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হলেন?
(A) সার্বিয়া
(B) সুদান
(C) ইজরাইল
(D) আফগানিস্তানের
15. “UNDP কোন রাজ্য চালু করলো?
(A) হরিয়ানা
(B) রাজস্থান
(C) সিকিম
(D) পাঞ্জাব
16. ফোর্বসে বিচারে কোন অভিনেত্রী সবচেয়ে বেশি ইনকাম কে করেছে?
(A) কারলেট জোহান্স
(B) দীপিকা পাড়ুকোন
(C) ঐশ্বরিয়া রাই বচ্চন
(D) করিনা কাপুর
17. মেডিজ ইন ইনভেস্টার্স সার্ভিস 2019 এ ভারতের GDP গ্রোথ কত উল্লেখ করেছে?
(A) 7.4%
(B) 8.7%
(C) 6.2%
(D) 6.9%
18. সম্প্রতি AIIB ব্যাংকে সার্বিয়া কততম দেশ হিসেবে যোগদান করলো ?
(A) 72
(B) 74
(C) 75
(D) 73
প্রতিদিন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন
Read more Current Affairs Questions
Pages: 1 2