Current Affairs of the Day 26th August 2019

11. সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় “Rupay Card” লঞ্চ করলেন?
(A) বাহারিন
(B) U.K.
(C) UAE
(D) ফ্রান্স

Ans-(C) UAE (সংযুক্ত আরব আমিরশাহী।সর্বপ্রথম Rupay Card চালু হয়েছিল সিঙ্গাপুরে)।

12. ” Eminent Engineer Award 2019″ -কে পেল?
(A) প্রবাস সিং
(D) জয়দেব সিং
(C) কিরণ বেদী
Ans- (D) প্রভাকর সিং

13. 200 বছরের পুরনো শ্রী নাথজী মন্দিরের রক্ষণাবেক্ষনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী $42 মিলিয়ন ডলার দেওয়ার কথা ঘোষণা করলেন। শ্রী নাথজী মন্দির কোথায় অবস্থিত?
(A) বাহারিন
(B) মুম্বাই
(C) আবুধাবী
(D) মস্কো
Ans- (A) বাহারিন ( মানামাতে)

14. আব্দুল্লা হামদক সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হলেন?
(A) সার্বিয়া
(B) সুদান
(C) ইজরাইল
(D) আফগানিস্তানের
Ans- (B) সুদানের প্রধানমন্ত্রী হলেন( এই দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত)।

15. “UNDP কোন রাজ্য চালু করলো?
(A) হরিয়ানা
(B) রাজস্থান
(C) সিকিম
(D) পাঞ্জাব
Ans- (D) পাঞ্জাব (UNDP এর পুরোনাম হল United Nations Development Programme.পাঞ্জাবের রাজধানী চন্ডীগড়, মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। পাঞ্জাব রাজ্যটি চারটি রাজ্যের সীমানা স্পর্শ করেছে পাঞ্জাব জম্মু কাশ্মীর,হিমাচল প্রদেশ। UNDP গড়ে উঠেছিলো 1965 সালে। এর হেড কোয়ার্টার নিউ ইয়র্কে)।

16. ফোর্বসে বিচারে কোন অভিনেত্রী সবচেয়ে বেশি ইনকাম কে করেছে?
(A) কারলেট জোহান্স
(B) দীপিকা পাড়ুকোন
(C) ঐশ্বরিয়া রাই বচ্চন
(D) করিনা কাপুর
Ans- (A) কারলেট জোহান্স(Forbes হলো একটি আমেরিকার বিজনেস ম্যাগাজিন এটি প্রতিষ্ঠিত হয়েছিলো 1917 সালে এর এডিটরিং চিফ হলেন বর্তমানে স্টিভ ফোর্বস)।

17. মেডিজ ইন ইনভেস্টার্স সার্ভিস 2019 এ ভারতের GDP গ্রোথ কত উল্লেখ করেছে?
(A) 7.4%
(B) 8.7%
(C) 6.2%
(D) 6.9%
Ans- (C) 6.2%( Moody’s এর হেড কোয়ার্টার নিউ ইয়র্কে)

18. সম্প্রতি AIIB ব্যাংকে সার্বিয়া কততম দেশ হিসেবে যোগদান করলো ?
(A) 72
(B) 74
(C) 75
(D) 73
Ans- (D) 73 ( AIIB এর পুরোনাম হল Asian Infarastructure Invesment Bank। এটি গড়ে ওঠে 2016 সালে। এর হেড কোয়ার্টার বেজিং এ।

প্রতিদিন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন

Read more Current Affairs Questions

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.