Today,s top Current Affairs MCQ 2019 (26 August) in Bengali. All important Current Affairs Quiz on 26 August, has included in this post.
1. সম্প্রতি ভারতের Union Home Secretary হিসাবে কাকে নিযুক্ত করা হলো?
(A) অজয় কুমার ভাল্লা
(B) আকাশ জৈন
(C) হাবেল টুডু
(D) সুদীপা মাঝি
Ans- (A) অজয় কুমার ভাল্লা
2. এ বছর কোথায় 45 তম G7 Summit শুরু হয়েছে?
(A) লন্ডনে
(B) জাপান
(C) ফ্রান্সে
(D) ইতালি
Ans- (C) ফ্রান্সে ( G7 এর মোট সদস্য সংখ্যা 7 টি। ভারত এই G7 এর সাথে যুক্ত না থাকলেও স্পেশাল গেস্ট হিসাবে এ বছর যোগদান করেছে। G7 এর সাতটি দেশ হল কানাডা, জার্মানি,জাপান, ফ্রান্স,ইতালি,ইংল্যান্ড, আমেরিকা। ফ্রান্সের রাজধানী প্যারিস, রাষ্ট্রপতি হলেন ইমানুয়েল ম্যাক্রো এবং প্রধানমন্ত্রী হলেন এদুয়ার ফিলিপ)।
3. সম্প্রতি কোন রাজ্যের পুলিশ জিতলো” Smart Policing Award 2019″-?
(A) রাজস্থানের
(B) হরিয়ানার
(C) গুজরাটের
(D) পশ্চিমবাংলার
Ans- (B) হরিয়ানার পুলিশ ( হরিয়ানার মুখ্যমন্ত্রী হলেন মনোহর লাল খাট্টার এবং রাজ্যপাল হলেন সত্যদেব নারায়ণ আর্য)।
4. সম্প্রতি “Joint Water Management Index 2.0 Report”-কে প্রকাশ করলো?
(A) যোজনা কমিটি
(B) স্টিল কমিটি
(C) জলশক্তি মন্ত্রণালয়
(D) নীতি আয়োগ
Ans-(D) নীতি আয়োগ ( এই Report টা প্রকাশিত হয়েছে জলের গুণগত মানের উপর।এই Report এ বলা হয়েছে জলের সবচেয়ে ভালো Management System আছে গুজরাটে এবং জলের সবচেয়ে খারাপ Management System আছে ঝাড়খণ্ডে। নীতি আয়োগ প্রথম শুরু হয় 2015 সালের 1 লা জানুয়ারি। নীতি আয়োগের আগের নাম ছিলো প্ল্যানিং কমিশন। নীতি আয়োগের পুরোনাম হল “National Institute For Transforming India”। বর্তমানে এর চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং CEO হলেন অমিতাভ কান্ত। এর সদর দপ্তর নিউ দিল্লী)।
5. সম্প্রতি কোথায় ” World Youth Confarance” অনুষ্ঠিত হল?
(A) ভারত
(B) ইংল্যান্ড
(C) জাপান
(D) ইতালি
Ans- (A) ভারতে( এর উদ্বোধন করেন বর্তমান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এটি অনুষ্ঠিত হয়েছিলো দিল্লীর বিজ্ঞান ভবনে। এটির আয়োজন করা হয়েছিল শান্তির জন্য)।
6. সম্প্রতি NASA কোন গ্রহের একটি পাথরকে “Rock On Mars”- রেখেছে?
(A) শনি
(B) বুধ
(C) মঙ্গল
(D) পৃথিবী
Ans- (C) মঙ্গল( NASA একটি রকেট বিমানকে মঙ্গলে পাঠিয়েছিলেন রকেটটি যাবার সময় এই পাথরে ধাক্কা লাগে তাই এর নাম দেন Rock On Mars। NASA এর পুরোনাম হল ” National Aeronautics and Space Administration. NASA প্রতিষ্ঠিত হয়েছিলো 1958 সালে। এর হেড কোয়ার্টার ওয়াসিংটন ডিসিতে )।
Ans- (A) পি. ভি. সিন্ধু ( এটি অনুষ্ঠিত হয়েছিলো সুইজারল্যান্ডের বাসেলে এখানেই রজার ফেডেরার এর জন্ম। এই প্রথম কোনো ভারতীয় মহিলা ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলো। তিনি ফাইনালে হারিয়েছেন জাপানের নাওমি ওয়াসাকে। এই নিয়ে এই ভারতীয় তারকা পর পর তিনবার ফাইনালে উঠেছিলেন)।