Current Affairs of the Day 25th August 2019

Read Today,s top Current Affairs MCQ 2019 (25 August). All important Current Affairs Quiz on 25 August, has included in this post.

1. সম্প্রতি ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী অরুন জেটলি 24 Agust 2019 শেষ নিঃশাস ত্যাগ করলেন। তিনি পেশায় কি ছিলেন?
(A) ডাক্তার
(B) Phychologyist
(C) উকিল
(D) শিক্ষক

Ans. (C) উকিল(1952-2019) তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব সামলান 2014 – 2019)।

2. সম্প্রতি World Youth Archery Championship এ ভারত কোন পদক পেল?
(A) ব্রোঞ্জ
(B) রুপা
(C) সোনা
(D) উপরের সবকটিই
Ans. (C) সোনা (ভারতের মার্ক রাগিনী এবং সুখবীর সিং যৌথভাবে স্পেনের মাদ্রিদ শহরে অনুষ্ঠিত বিশ্ব যুব তীরন্দাজি (U-21)প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেয়েছে।)

3. সম্প্রতি ভারতের কোন জায়গা টাইম ম্যাগাজিন এর বিচারে 100 গ্রেটেস্ট জায়গার মধ্যে স্থান পেল?
(A) সহো হাউস
(B) স্ট্যাচু অফ ইউনিটি
(C) ছত্রপতি টার্মিনাল
(D) শুধুমাত্র A এবং B
Ans. (D) শুধুমাত্র A এবং B ( সহো হাউস মুম্বাইতে অবস্থিত এবং স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটে অবস্থিত)

4. সম্প্রতি Yes Bank Foreign Exchange Travel Card এর জন্য কোন সংস্থার সাথে যুক্ত হলো?
(A) Goibibo.com
(B) Google
(C) Amazon
(D) BookMyForen.com
Ans. (D) BookMyForen.com ( CEO of Yes Bank Ravneet Gill এবং এর Headquarter হলো মুম্বইতে)।

5. 24 তম Western General Council এর মিটিং কোথায় হলো?
(A) পাঞ্জাব
(B) গোয়া
(C) কেরালা
(D) গুজরাট
Ans. (B) গোয়া

6. বিশ্বের প্রথম ভাসমান নিউক্লিয়ার রিয়েক্টর লঞ্চ করলো কোন দেশ?
(A) রাশিয়া
(B) চীন
(C) জাপান
(D) ইরাক
Ans. (A) রাশিয়া (রাজধানীর নাম মস্কো ও মুদ্রার নাম রুবেল )

7. ” Hunar Haat(হুনার হাট) সম্প্রতি কোন রাজ্যে লঞ্চ করলো?
(A) বিহার
(B) পশ্চিমবঙ্গ
(C) অসম
(D) রাজস্থান
Ans. (D) রাজস্থান

8. প্রথম World Youth Conference কোথায় অনুষ্ঠিত হল?
(A) লন্ডন
(B) জোহানেসবার্গে
(C) দিল্লিতে
(D) টোকিও তে
Ans. (C) দিল্লি ( এর উদ্বোধন করেন ভারতের বর্তমান রাস্ট্রপতি রামনাথ কোবিন্দ।এটি অনুষ্ঠিত হয়েছিলো 2019 23 Agust বিজ্ঞান ভবন নিউ দিল্লী। এই সম্মেলনটির আয়োজন করেছিলো UNESCO মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ এডুকেশন)।

9. গাজিয়াবাদে FSSAI’s এর National ফুড ল্যাবরেটরি অভিষিক্ত করলেন কে ?
(A) নরেন্দ্র মোদী
(B) ডঃ হর্ষবর্ধন
(C) নিতিন গাদকরি
(D) অমিত শাহ
Ans. (B) ডঃ হর্ষবর্ধন( ইনি হলে বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী। এনার দ্বারা 13 তম বার্ষিক উদযাপন করা হলো)।

10. সদ্য সেন্ট গেরভাইস এ একটি স্মৃতিসৌধের উন্মোচন হলো। তার শুভ সূচনা করলেন কে?
(A) নরেন্দ্র মোদী
(B) গর্ডন ব্রাউন
(C) ভ্লাদিমির পুতিন
(D) ডোনাল্ড ট্রাম্প
Ans. (A) নরেন্দ্র মোদী( সেন্ট গেরভাইস অবস্থিত ফ্রান্সে 2019 23 Agust)।

11. আন্তর্জাতিক ক্রীতদাস স্বরণার্থী দিবস হিসেবে কোন দিনটি পালন করা হয়?
(A) 22 সে Agust
(B) 23 সে Agust
(C) 24 সে Agust
(D) 24 সে Agust
Ans. (B) 23 সে Agust ( প্রত্যেক বছর এই দিনটি পালন করা হয়। এই দিনটির প্রতিষ্ঠা করে ছিলেন UNESCO)।

12. কোন রাজ্য প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে?
(A) উড়িষ্যা
(B) উত্তরপ্রদেশের
(C) বিহার
(D) কেরালা
Ans. (C) বিহার ( বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং রাজ্যপাল হলেন কেশরীনাথ ত্রিপাঠি।

13. আরব আমিরশাহির সর্বোচ্চ সম্মান Order of Jayed (২০১৯) কাকে প্রদান করা হল?
(A) ডক্টর মনমোহন সিং
(B) নরেন্দ্র মোদী
(C) ইমরান খান
(D) সুষমা স্বরাজ

Ans. (B) নরেন্দ্র মোদী

14. সম্প্রতি কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীকে সে দেশের সর্বোচ্চ সিভিলিয়ান সম্মান ‘The King Hamad Order of Renaissance’ প্রদান করেছে?
(A) আরব আমিরশাহী
(B) কুয়েত
(C) দুবাই
(D) বাহারিন
Ans. (D) বাহারিন
(বাহারিনের রাজধানী মানামা এবং মুদ্রার নাম বাহারিন দিনার )

 Daily Current Affairs Quiz Monthly Current Affairs Quiz

For Daily update join our Telegram Group

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.