Current Affairs of the Day: 25 September 2019
1.” FIFA 2019 Men’s Player of the Year Award”- কে পেলেন?
অথবা
“বেস্ট ফিফা ফুটবল Awards 2019”- বিশ্ব সেরা পুরুষ খেলোয়াড় কে হলেন?
(A) ক্রিশ্চিয়ানো রোনালদো
(B) এমবাপে
(C) ফেব্রিক্যাস
(D) লিওনেল মেসি
2. ত্রিপুরা হাইকোর্টের ” নতুন Chief Justice”-হিসেবে কে নিযুক্ত হলেন?
(A) মহম্মদ ওয়াজির গাজিউদ্দিন ইমাদ-উল মূলক
(B) মহম্মদ আবু নাসের বিন-উদবী সিদ্দিকী
(C) অকিল আব্দুল হামিদ কুরেশি
(D) মীনাক্ষী মদন রায়
3. সম্প্রতি কোন দেশ IAEA এর “Board of Governor”-এর সদস্যতা পেলো?
(A) কাজকিস্থান
(B) সৌদি আরব আমিরাত
(C) উজবেকিস্তান
(D) নেপাল
4. সম্প্রতি OECD এর মত অনুসারে 2019-20 তে ভারতের GDP কত শতাংশ হতে পারে ?
(A) 6.3%
(B) 5.9%
(C) 6.7%
(D) 7.1%
5. সম্প্রতি কে ” Singapore Grand Prix 2019 F-1″- রেস জিতলেন ?
(A) লুইস হ্যামিল্টন
(B) সেবাস্টিং বেঁটেল
(C) মাইকেল জ্যাকসন
(D) ডেভিড কক
5. সম্প্রতি কোন রেলস্টেশন” Platinum Rating”-পেলো?
(A) খড়গপুর রেলস্টেশন
(B) অমরাবতী রেলস্টেশন
(C) সেকেন্দ্রাবাদ রেলস্টেশন
(D) শিয়ালদহ রেলস্টেশন
6. সম্প্রতি মহাদেব আপ্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তিনি নিন্মের কিসের সাথে যুক্ত ছিলেন?
(A) সাহিত্য জগতের সাথে
(B) ক্রিকেটের সাথে
(C) সাংবাদিকতার সাথে
(D) ফুটবলের সাথে
7. সম্প্রতি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জগৎ রাম ভাটস। তিনি কিসের সাথে ওতপ্রোত ভাবে যুক্ত ছিলেন?
(A) সাংবাদিকতার সাথে
(B) টেবিল টেনিসের সাথে
(C) হা-ডুডুর সাথে
(D) গায়কের সাথে
8. কোন ভারতীয় সিনেমাকে অস্কারের জন্য মনোনীত করে পাঠানো হলো
(A) The Last Colour
(B) Dream Girl
(C) Gully Boy
(D) Moti Baugh
9. “Fortune India’s Most Powerful Woman”- এর শীর্ষে আছেন কে?
(A) পি.ভি.সিন্ধু
(B) অনুষ্কা শর্মা
(C) সাইনা নেওহাল
(D) জিয়া মডি
10. সম্প্রতি কে ” Audit Bureau of Circulation(ABC)-এর চেয়ারম্যান হলেন?
(A) বিক্রম ঠাকুর
(B) Dr. বেনকেন
(C) মাধুকার কামাঠ
(D) জিতেন্দ্র কৃষ্ণ ভদ্র
Monthly Current Affairs | ভারতের নদ-নদী সম্বন্ধীয় প্রশ্ন |
Top GK Questions in Bengali | RRB Previous Year Questions |
আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন https://t.me/gkbangla1