Current Affairs of the Day: 24 September 2019
1. “International Photography Award 2019”- পেলেন কোন ভারতীয়?
(A) রঘু ঘটক
(B) রঘুবীর সিং
(C) রঘু রায়
(D) নীলেশ হেমন্ত
2. কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর কোথায় প্রথম মহিলা চালিত পোস্ট অফিস উদ্বোধন করলেন?
(A) কর্ণাটকে
(B) বিহারে
(C) মহারাষ্ট্রে
(D) উড়িষ্যাতে
3. সম্প্রতি কেন্দ্রীয় সরকার নতুন একটি পুরুস্কার ঘোষণা করলেন তার নাম কি?
(A) একতা পুরস্কার
(B) জাতীয় একতা পুরস্কার
(C) সর্দার প্যাটেল জাতীয় একতা পূরস্কার
(D) প্যাটেল পুরস্কার
4. ” International Day of Sign Language”- কবে পালন করা হয়?
(A) 21 এ সেপ্টেম্বর
(B) 22 এ সেপ্টেম্বর
(C) 23 এ সেপ্টেম্বর
(D) 24 এ সেপ্টেম্বর
5. 74 th UNO General Assembly Session”-কোথায় অনুষ্ঠিত হবে?
(A) বেজিং এ
(B) হংকং এ
(C) নেপালের রাজধানী কাঠমান্ডুতে
(D) নিউ ইয়র্কে
6. ভারতের নতুন কয়লা সচিব হিসেবে কে নিযুক্ত হবেন?
(A) প্রকাশ জৈন
(D) দীনেশ দেবগন
(C) অনিল কুমার জৈন
(D) বিদ্যুৎ হেমব্রহ্ম
7. 37 তম “GST( Goods & Service Tax Council meeting”- কোথায় অনুষ্ঠিত হলো ?
(A) গোয়াতে
(B) তামিলনাডুতে
(C) পূর্ব লাদাখে
(D) মহারাষ্ট্রে
8. ” World Boxing Championship”- এ প্রথম কোন ভারতীয় পুরুষ রূপোর পদক জিতলেন?
(A) বিজেন্দ্র সিং
(B) অভিনব বিন্দ্রা
(C) অমিত পাঙ্গাল
(D) অক্লেশ বন্দ্যোপাধ্যায়
9. ” Gauri Lankesh Memorial Award 2019″- পেলেন কে?
(A) Md গোলাম গাউস
(B) রাবিশ কুমার
(C) অক্ষয় কুমার
(D) নৃপেন নাগার্জুন
Monthly Current Affairs | ভারতের নদ-নদী সম্বন্ধীয় প্রশ্ন |
Top GK Questions in Bengali | RRB Previous Year Questions |
আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন https://t.me/gkbangla1