Current Affairs of the Day: 23 September 2019
Daily Current Affairs Questions and Answers 23 September in Bengali. Top current affairs of the day: 23 September 2019 in Bangla.
1. ” রোজ ডে” কবে পালন করা হয়?
(A) 22 সে সেপ্টেম্বর
(B) 21 সে সেপ্টেম্বর
(C) 20 সে সেপ্টেম্বর
(D) 23 সে সেপ্টেম্বর
2. NTPC কোথায় ভারতের সবচেয়ে বড়ো”সোলার পার্ক”- গড়ে তুলবে?
(A) কর্ণাটকে
(B) গোয়াতে
(C) মেঘালয়ে
(D) গুজরাটে
3. ” Magnificent Performance Arts Award”- এ কাকে ভূষিত করা হলো?
(A) আশা ভোঁসলেকে
(B) লতা মঙ্গেশকরকে
(C) সোনু নিগমকে
(D) হিমেশ রেশমিয়াকে
4. আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য ব্যান করা হলো আকিলা ধনন্জয়কে। ইনি কোন দেশের প্লেয়ার?
(A) জিম্বাবুয়ের
(B) শ্রীলঙ্কার
(C) ওয়েস্ট ইন্ডিজের
(D) নেপালের
5. IIFA Award 2019″-এ সেরা অভিনেতা কে হলেন?
(A) রণবীর কাপুরের
(B) রণবীর সিং
(C) অক্ষয় কুমার
(D) করন জোহর
6. কোন ছবিকে 92 তম অস্কার পুরস্কারের জন্য ভারতের সরকারি প্রবেশ হিসাবে নির্বাচিত হয়েছে?
(A) The Last Colour
(B) গলি বয়
(C) সঞ্জু
(D) রাজি
7. “World Wrestling Championship”-এর পুরুষ বিভাগে কে ব্রোঞ্জ জিতলো?
(A) বাবুভাই বালা
(B) দীনেশ রঞ্জন আগারওয়াল
(C) বজরং পুনিয়া
(D) রোহিত মুন্ডি
8. ডেঙ্গুর বিরুদ্ধে ” Champions Campaign”- লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
(A) গোয়ার মুখ্যমন্ত্রী
(B) দিল্লির মুখ্যমন্ত্রী
(C) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী
(D) কর্নাটকের মুখ্যমন্ত্রী
9. গান্ধীজীর 150 তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য “Being Gandhi”- শিরোনামে বই প্রকাশ করলেন কে?
(A) এ.কে.মাইতি
(B) ভূপেশ বাখলে
(C) আনন্দীবেন রাও
(D) পাড়ো আনন্দ
10. কাকে IDBI ব্যাংকের Deputy Managing director হিসেবে নিযুক্ত করা হল?
(A) স্যামুয়েল জোসেফ জেবারাজকে
(B) গণন খাট্টারকে
(C) এলেক্স হলকে
(D) মার্ক টেলরকে
Monthly Current Affairs | ভারতের নদ-নদী সম্বন্ধীয় প্রশ্ন |
Top GK Questions in Bengali | RRB Previous Year Questions |
আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন https://t.me/gkbangla1