Current Affairs of the Day: 22 September 2019
Daily Current Affairs Questions and Answers 22 September in Bengali. Top current affairs of the day: 22 September 2019 in Bangla.
1. ভারতের প্রথম “Central Police University”- কোথায় খোলা হবে?
(A) গ্রেটার নয়ডাতে
(B) কলকাতাতে
(C) গোয়াতে
(D) চেন্নাইতে
2. “এয়ার ফোর্সের নতুন প্রধান”- হিসাবে কাকে নিযুক্ত করা হবে?
(A) কর্মবীর সিং
(B) বিপিন রাওয়াত
(C) নিতিন গাদকরি
(D) আর.কে.এস.ভাদোরিয়া
3. সম্প্রতি কোন রাজ্য সরকার সরকারী হাসপাতালের ডাক্তারদের ব্যক্তিগত চিকিৎসা কেন্দ্র খোলার উপর নিষেধাজ্ঞা জারি করলো?
(A) তামিলনাডু
(B) অন্ধ্রপ্রদেশ
(C) সিকিম
(D) কলকাতা
4. ” National Geosciences Award” – কাকে দেওয়া হলো?
(A) Dr. কুহেলি সেনগুপ্তকে
(B) সুভাষ চৌধুরীকে
(C) Dr. সোহিনী গঙ্গোপাধ্যায়কে
(D) জানার্দ্দন মজুমদারকে
5. মঙ্গোলিয়াতে ” বুদ্ধ মূর্তি”র- উদ্বোধন করলেন কে?
(A) অমিত শাহ
(B) রামনাথ কোবিন্দ
(C) নরেন্দ্র মোদী
(D) রাজনাথ সিং
6. গুজরাটের গ্রাম গুলিতে পাবলিক WI-fi পরিষেবা দেবার জন্য Google এর সাথে পার্টনারশিপ করলো কোন কোম্পানি?
(A) Vodafone
(B) JIO
(C) BSNL
(D) Airtel
7. “Google Research India”- নামের Artificial গবেষণাগার কোথায় খোলা হলো?
(A) চেন্নাইতে
(B) বেঙ্গালুরুতে
(C) কলকাতাতে
(D) উত্তরপ্রদেশে
8. সম্প্রতি কোথায়” Chang Thang”- নামের সেনা অনুশীলন অনুষ্ঠিত করলো ভারতীয় সেনাবাহিনী?
(A) দেরাদুনে
(B) লখনোতে
(C) অরুণাচল প্রদেশে
(D) পূর্ব লাদাখে
9. ” FIFA Ranking 2019″-অনুসারে ভারতের স্থান কত?
(A) 123
(B) 104
(C) 92
(D) 133
Monthly Current Affairs | ভারতের নদ-নদী সম্বন্ধীয় প্রশ্ন |
Top GK Questions in Bengali | RRB Previous Year Questions |
আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন https://t.me/gkbangla1