Current Affairs of the Day: 21 September 2019

1. কোন রাজ্য 2020 সালটিকে” Year of Artificial Intelligence”-হিসেবে পালন করবে?
(A) মহারাষ্ট্র
(B) উত্তরপ্রদেশ
(C) তেলেঙ্গানা
(D) গোয়া

Ans- (C) তেলেঙ্গানা (তেলেঙ্গানার রাজধানীর নাম : হায়দ্রাবাদ
রাজ্যপাল : তমিলিসাই সৌন্দরা রাজন
মুখ্যমন্ত্রী : কে. চন্দ্রশেখর রাও)।

2. কোথায় কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর ” Cricket and Sports Academy”- খোলার কথা ঘোষণা করলেন?
(A) হরিয়ানার হিসার জেলাতে
(B) পাঞ্জাবে
(C) পন্ডিচেরীতে
(D) লাদেখে
Ans- (D) লাদাখে

3. কাজকিস্থানে অনুষ্ঠিত”Wrestling World Championship”- এ ব্রোঞ্জ জিতলেন কে?
(A) ভিনেস ফোগাত
(B) ওরিমা সাঁও
(C) ফাল্গুনী দেবনাথ
(D) অনুরিমা সেন
Ans- (A) ভিনেস ফোগাত ( এর ফলে তিনি 2020 তে জাপানে অনুষ্ঠিত অলিম্পিকে qualified করলেন )।

4. কোথাকার পুলিশ “Tatpar”- নামের Mobile App চালু করলো?
(A) হায়দ্রাবাদের পুলিশ
(B) কলকাতা পুলিশ
(C) দিল্লির পুলিশ
(D) হরিয়ানার পুলিশ
Ans- (C) দিল্লির পুলিশ ( বয়স্করা বিপদে পড়লে তাদের সহায়তা দেবার জন্য এই App লঞ্চ করলো)।

5. সম্প্রতি কোন সংস্থার রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে সবচেয়ে বেশি ভারতীয় প্রবাসী?
(A) India INX
(B) IME
(C) WHO
(D) UN
Ans- (D) UN (United Nation) এর রিপোর্ট অনুযায়ী।এই রিপোর্টে বলা হয়েছে প্রায় 17.5 মিলিয়ন ভারতীয় ভারতের বাইরে থাকে )।

6. “বিশ্ব বাঁশ দিবস”- কবে পালন করা হয়?
(A) 18 ই সেপ্টেম্বর
(B) 19 এ সেপ্টেম্বর
(C) 20 ই সেপ্টেম্বর
(D) 21 এ সেপ্টেম্বর
Ans- (B) 19 এ সেপ্টেম্বর

7. সম্প্রতি বিশ্বের প্রথম কোন মহিলা যিনি টানা চারবার” English Channel”- পাড় করে বিশ্ব রেকর্ড গড়লেন?
(A) সারা থমাস
(B) জেমলি কায়
(C) মেরি কুইন
(D) মেরি কম
Ans- (A) সারা থমাস

8. কাকে আমেরিকার “National Security Advisor”- হিসেবে নিযুক্ত করা হলো?
(A) অজিত দাভোল
(B) এডাম ডানকান
(C) রবার্ট ও’ব্রাইম
(D) রবার্ট ফ্লেচার
Ans- (C) রবার্ট ও’ব্রাইম(ভারতের National security Advisor হলেন অজিত দোভাল ) *আমেরিকার *সংসদ এর নাম : কংগ্রেস

9. সাম্প্রতিক দেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে যুদ্ধ বিমান উড়ালেন রাজনাথ সিং। যুদ্ধ বিমানটির নাম কি?
(A) অগ্নি 4
(B) Tejas Fighter Aircraft
(C) ব্রম্ম
(D) আয়ুশ
Ans- (B) Tejas Fighter Aircraft ( এর আগে এই যুদ্ধ বীমানটি উড়িয়ে ছিলেন ভারতের ব্যাড মিন্টন প্লেয়ার পি.ভি. সিন্ধু)।

10. সম্প্রতি কাকে “Education Excellence Award 2019”- পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হল?
(A) আনন্দি বেন কে
(B) রাজীব শুক্লা
(C) আনন্দ কুমার
(D) বিজয় কুমার
Ans- (C) আনন্দ কুমার (আনন্দ কুমারের জীবনের উপর তৈরি করা হয় “Supper Thirty “-সিনেমা, এই সিনেমাতে অভিনয় করেন হৃত্বিক রওশন)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.