Current Affairs of the Day: 20 September 2019

1. “Howdy Modi”- নামের প্রোগ্রাম কোন দেশে করা হবে?
(A) আমেরিকা
(B) চীন
(C) জাপান
(D) রাশিয়া

Ans- (A) আমেরিকা (এই প্রোগ্রামটি লঞ্চ করা হবে 22 সেপ্টেম্বর 2019)।
আমেরিকার রাজধানী : ওয়াসিংটন ডিসি। প্রেসিডেন্ট : ডোনাল্ড ট্রাম্প। মুদ্রা : মার্কিন ডলার)।

2. সম্প্রতি ” The Boston Flim Festival”-এ কাকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হলো?
(A) ক্যাটরিনা কাইফকে
(B) আলিয়া ভাটকে
(C) নিনা গুপ্তাকে
(D) প্রিয়াঙ্কা চোপড়াকে
Ans- (C) নিনা গুপ্তাকে ( “The Last Colour”- সিনেমাতে সেরা অভিনয় করার জন্য এই পুরস্কার পেয়েছেন। এই মুভিটির পরিচালক হলেন বিকাশ খান্না। এছাড়াও এই মুভিটি fichars মুভির Award ও পেয়েছে)।

3. সম্প্রতি “11th Hrent Dink Award 2019”- দেওয়া হলো কাকে?
(A) আগ্নেস খারসিংকে
(B) নেভাত একক
(C) জয়রাম যোগেশ
(D) A এবং B উভয়ই
Ans- (D) A এবং B উভয়ই ( এই Award টি দেওয়া হয় যারা হিংসা-জাতি-ধৰ্ম থেকে মানুষের মুক্তির জন্য কাজ করেন)।

4. সম্প্রতি কাকে “প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার পুরষ্কার”-এ সম্মানিত করা হলো?
(A) চেতন হুন্ডাকে
(B) অশ্বিনী লোহানীকে
(C) ভি.কে.যাদবকে
(D) সৌরনীল দুবেকে
Ans- (C) ভি.কে.যাদবকে (এর আগে এই পুরস্কার পেয়েছিলেন অশ্বিনী লোহানী)।

5. সম্প্রতি DRDO কি নামের মিসাইল সফল ভাবে পরীক্ষা করলো?
(A) সূর্য
(B) আকাশ
(C) অস্ত্র
(D) ব্রম্ম
Ans- (C) অস্ত্র ( উড়িষ্যার বঙ্গোব থেকে এটি লঞ্চ করা হলো। এই মিসাইলটি হলো “Air to Air” যার রেঞ্জ হলো 70-90 কিলোমিটার। DRDO এর সম্পূর্ণ নাম : Defence Research and Development Organisation। এর মোটো হলো : Straight,s orgin is in Science. Headquarters : নিউ দিল্লি।চেয়ারম্যান হলেন জি.সতীশ রেড্ডি। স্থাপিত হয় 1958 সালে)।

6. সম্প্রতি ভারতের কোন সিনেমা অস্কারের জন্য মনোনীত হয়েছে?
(A) দিল্লি 11
(B) মতি বাগ
(C) The Last Colour
(D) মিস্টার ডি
Ans- (B) মতি বাগ

7. সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী” হায়দ্রাবাদ আর কর্ণাটক”-সীমান্ত এলাকার নাম পরিবর্তন করে কি রাখলো?
(A) কল্যাণ কর্ণাটক
(B) কর্ণাটক কল্যাণ
(C) হায়দ্রাবাদ কল্যাণ
(D) কল্যাণ হায়দ্রাবাদ
Ans- (A) কল্যাণ কর্ণাটক( কর্ণাটকের রাজধানী : বেঙ্গালুরু।মুখ্যমন্ত্রী : বি. এস. ইয়েদুরাপ্পা। রাজ্যপাল : বাজুভাই বালা)।

8. সম্প্রতি ভারতের কোন রাজ্য ” Dakshi Hydroelectric Project” – উদ্বোধন করলো?
(A) গোয়া
(B) অসম
(C) অরুণাচল প্রদেশ
(D) মিজোরাম
Ans- (C) অরুণাচল প্রদেশ (এই প্রজেক্ট তৈরি করতে খরচ হয়েছে 430 কোটি টাকা)।
অরুনাচল প্রদেশের রাজধানী : ইটানগর
রাজ্যপাল : বি. ডি. মিশ্র
মুখ্যমন্ত্রী : প্রেমা খান্ডু)।

9. সম্প্রতি ভারতের কোথায় “ফুল উৎসব “- পালন করা হবে?
(A) উটিতে
(B) দিসপুর
(C) দিল্লিতে
(D) হরিয়ানাতে
Ans- (A) উটিতে (এটি তামিলনাডুতে অবস্থিত।এই উৎসবটি হবে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত অর্থাৎ দেড় মাস অবধি চলবে ।আর এখানে বিভিন্ন ধরনের ফুলের প্রদর্শন হবে)।

10. সম্প্রতি কাকে ” Havellls India” এর ব্র্যান্ড আম্বাসেডার করা হল?
(A) জশপ্রীত বুমরাহ
(B) ভি.কি. কৌশল
(C) শিল্পা আগরওয়াল
(D) সানিয়া মির্জা
Ans- (B) ভি.কি. কৌশল

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.