Current Affairs of the Day: 2 November 2019
আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন https://t.me/gkbangla1
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | রেলের বিগত বছরের প্রশ্ন ও উত্তর |
ইতিহাস প্রশ্ন ও উত্তর | ভূগোল প্রশ্ন ও উত্তর |
1. জাতীয় একতা দিবস (National Unity Day) কবে পালন করা হয়?
(A) 28 October 2019
(B) 29 October 2019
(C) 31 October 2019
(D) 1 November 2019
2. 35 তম ASEAN শিখর সম্মেলন 2019 কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?
(A) হংকং
(B) ব্যাংকক
(C) সিঙ্গাপুর
(D) জাকার্তা
3. International Solar Aliances (ISA) এর মোট সদস্য দেশের সংখ্যা কত?
(A) 85
(B) 75
(C) 83
(D) 73
4. ভারত ও জাপানের মধ্যে অনুষ্ঠিত “ধৰ্ম গার্ডিয়ান” (Dharma Guardian) মিলিটারি এক্সারসাইজ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
(A) ফুকুশিমা
(B) হিরোশিমা
(C) নাগাল্যান্ড
(D) মিজোরাম
5. UAE (United Arab Emirates) তে ভারতের নতুন অ্যাম্বাসেডর কাকে করা হল?
(A) রজত সিং
(B) অজিত পাতিল
(C) সুদর্শন নামদেভ
(D) পবন কাপুর
6. সম্প্রতি শিবা থাপা টোকিও থেকে গোল্ড মেডেল জিতলেন। ইনি কোন খেলার সাথে যুক্ত
(A) শুটিং
(B) বক্সিং
(C) রেসলিং
(D) ব্যাডমিন্টন
7. সম্প্রতি গুরুদাস দাসগুপ্ত মারা গেলেন। ইনি কিসের সাথে যুক্ত ছিলেন ?
(A) রাজনীতি
(B) খেলা
(C) সাহিত্যিক
(D) সংগীতজ্ঞ
8. ভারত ও ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ “শক্তি ২০১৯” (“Shakti 2019”) কোথায় অনুষ্ঠিত হল?
(A) ত্রিপুরা
(B) বিকানের
(C) দিল্লি
(D) জম্মু-কাশ্মীর
9. সম্প্রতি “আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া” গোট্টিপ্রলু নামক যায়গায় খনন কার্য চালিয়ে দেখেছেন যে এই যায়গাটি প্রাচীন কালে একটি ব্যবসা কেন্দ্র ছিল। গোট্টিপ্রলু জায়গাটি কোন রাজ্যে অবস্থিত?
(A) গুজরাট
(B) কর্ণাটক
(C) হিমাচল প্রদেশ
(D) অন্ধ্রপ্রদেশ
10. অলিম্পিক কমিটির টাস্ক ফোর্স ভারতের কোন খেলোয়ারকে ২০২০ তে টোকিও অলিম্পিক এর জন্য এশিয়ান ব্লকের ব্র্যান্ড এম্বাসেডর নিযুক্ত করেছে?
(A) হিমা দাস
(B) মেরিকম
(C) সাইনা নেহওয়াল
(D) বিজেন্দর সিং