Current Affairs of the Day: 19 September 2019

1. “World University Ranking 2020”-অনুযায়ী ভারতের সেরা University কোনটি?
(A) IISc,Bengaluru
(B) IIT Kanpur
(C) IIT Ropar
(D) A এবং C উভয়ই

Ans- (D) A এবং C উভয়ই (প্রথম স্থান দখল করেছে ইংল্যান্ডের অক্সফোর্ড উনিভার্সিটি)।

2. “ITTF Asian Junior and Cadet Championship”- এ রূপো জিতলেন কোন ভারতীয় টেবিল টেনিস প্লেয়ার?
(A) মনিকা বাত্রা
(B) ইউয়ানযু ট্যান
(C) প্রয়াস জৈন
(D) সিধার্থ জানা
Ans- (C) প্রয়াস জৈন ( প্রয়াস জৈনর প্রতিযোগী ছিলেন ইউয়ানযু ট্যান)।

3. নেপাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
(A) সুই আরেকে
(B) জে. আর.শ্রেষ্ঠকে
(C) রমেশ গোসাইকে
(D) যোগেশ বালাইকে
Ans- (B) জে. আর.শ্রেষ্ঠকে(ইনি এর আগেও প্রেসিডেন্ট ছিলেন পূনরায় আবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন)
নেপালের রাজধানী : কাঠমান্ডু
রাষ্ট্রপতি : বিদ্যা ভান্ডারী
প্রধানমন্ত্রী : কে.পি.শর্মা ওলি
মুদ্রা : রুপি)।

4. “Aga khan Architecture Award “- পেলো কোন দেশ?
(A) পাকিস্তান
(B) নেপাল
(C) ভুটান
(D) বাংলাদেশ
Ans- (D) বাংলাদেশ
(বাংলাদেশের রাজধানী : ঢাকা
রাষ্ট্রপতি : আব্দুল হামিদ
প্রধানমন্ত্রী : শেখ হাসিনা
মুদ্রা : টাকা)।

5. “Us Counter Terrorism”- এর দ্বারা কে মারা গেলো?
(A) দাউদ ইব্রাহিম
(B) হামজা বিন লাদেন
(C) হাফিজ সাঈদ
(D) আবু রুমায়েশ (সিদ্ধার্থ)
Ans- (B) হামজা বিন লাদেন(ইনি ওসামাবিন লাদেনের পুত্র। এই মৃত্যুর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প)।

6. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের”Press secretary”- হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
(A) সমীর মাইতি
(B) অজয় কুমার ভাল্লা
(C) অজয় কুমার সিং
(D) আকাশ থারু
Ans- (C) অজয় কুমার সিং

7. “Asia Development Bank”- এর প্রেসিডেন্ট পদ থেকে কে পদত্যাগ করলেন?
(A) অমৃত লাহিড়ী
(B) যোগজীবন রাও
(C) সুমাইয়া তাহেকি
(D) তাকেহিক নাকাও
Ans- (D) তাকেহিক নাকাও
( এই Asia Development Bank Establish হয় : 19 ডিসেম্বর 1966 সালে
হেড কোয়ার্টার : ফিলিপাইনের ম্যানিলাতে
সদস্য দেশের সংখ্যা : 68 টি)।

8. সম্প্রতি কোথায় ভারত-থাইল্যান্ডের-সিঙ্গাপুর ত্রিপাক্ষিক অনুশীলন”SITMEX”- শুরু হয়েছে?
(A) সিঙ্গাপুরে
(B) ভারতে
(C) থাইল্যান্ডে
(C) হংকং এ
Ans- (B) ভারতে

9. “Dr. Kamal Smriti International Excellence”- পেলেন কে?
(A) শেখ হাসিনা
(B) সানিয়া মির্জা
(C) সাইনা নেওহাল
(D) স্মৃতি ইরানি
Ans- (A) শেখ হাসিনা( Prime minister of Bangladesh)।

10. “জীবন অমর প্ল্যান(Affordable and Flexible)”- সম্প্রতি কোন সংস্থা লঞ্চ করলো?
(A) ICICI Bank
(B) HDFC Bank
(C) LIC
(D) GSI
(C) LIC
Ans- ( LIC এর সম্পূর্ণ নাম : Life Insurance Corporation
এটি স্থাপিত হয় : 1 সেপ্টেম্বর 1956 সালে মুম্বাইতে
Headquarters (সদর দপ্তর) : মুম্বাই
Chairperson of LIC : M.R. Kumar)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.